জাতীয়

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত: ধর্ম উপদেষ্টা

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত: ধর্ম উপদেষ্টা

দেশের মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী যাতে ইমাম ও খতিবদের বেতন ভাতা দেওয়া হয় তা বেটিং করার জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখান থেকে বেটিং হয়ে আসলে এটা আমরা উপদেষ্টা পরিষদে পাস করবো। আসলে আমরা সরকারি গেজেট করে দেবো।

Advertisement

রোববার (২৯ জুন) বিকেলে জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের যে আড়াই লাখ থেকে তিন লাখ মসজিদ আছে সেগুলোর অধিকাংশ মসজিদই বেসরকারি। এছাড়া করপোরেটসহ অন্য মসজিদে যাতে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হয় সেজন্য আমরা চেষ্টা করবো। বেসরকারি মসজিদকে আমরা নীতিমালার আওতায় আনছি, জেলা প্রশাসক ও ইউএনওর তদারকির মাধ্যমে মসজিদের আর্থিক অবস্থা যদি ভালো হয় তাহলে পে স্কেল অনুযায়ী বেতন দিতে বাধ্য থাকবে।

উপদেষ্টা বলেন, সরকারে আসার আগে আমি ১৬ বছর মসজিদে খুতবা দিয়েছি। সেজন্য ইমাম ও খতিবদের ব্যথা-বেদনা বলতে হবে না। আমি নিজেই এটার সাক্ষী। আমরা দায়িত্বে থাকাকালীন ইমাম-খতিবদের জন্য যতটুকু করা প্রয়োজন করবো।

Advertisement

তিনি আরও বলেন, আমরা চাকরি করতে চাই কিন্তু উদ্যোক্তা হতে চাই না। এটা আমাদের মানসিকতা। আমরা ইনভেস্টর হই না কেন? ছোট দোকান দিয়ে আমরা তো ইনভেস্টর হতে পারি। চাকরি করলে তো চাকর। যে পর্যায়ে হোক আলেমরা এগিয়ে আসছেন এটা আমাদের দেশে আশার সঞ্চার করেছে।

এনএস/এমআইএইচএস/এমএস