খেলাধুলা

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড কার?

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড কার?

বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়েকে এক ইনিংস ও ২৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। পরিসংখ্যান ঘাঁটতে গিয়ে দেখা গেলো এটা তো সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড নয়ই, দক্ষিণ আফ্রিকার এই জয় সেরা ৩০টি জয়ের মধ্যেও নেই।

Advertisement

এমনকি তাদের নিজেদেরও সবচেয়ে বড় জয় নয়। দক্ষিণ আফ্রিকার নিজেদের ক্রিকেট ইতিহাসে এটা হচ্ছে তৃতীয় বৃহত্তম জয়। টেস্টে প্রোটিয়াদের সেরা দুটি জয় বাংলাদেশের বিপক্ষে। সবচেয়ে বড় জয়টি তারা পেয়েছে গত বছর (২০২৪ সালে) চট্টগ্রামে। এক ইনিংস ও ২৭৩ রানের ব্যবধানে।

দ্বিতীয় সেরা জয়টিও বাংলাদেশের বিপক্ষে। ২০১৭ সালের অক্টোবরে ব্লুমফন্টেইনে ওই টেস্টে বাংলাদেশকে হারিয়েছে এক ইনিংস ও ২৫৪ রানের ব্যবধানে।

তবে জানেন কি, টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড কী এবং কত সালের ঘটনা? রেকর্ডপত্র ঘাঁটতে অবশ্য খুব বেশি কষ্ট করতে হয় না। ক্রিকইনফোসহ অনেকগুলো ওয়েবসাইটই রয়েছে এসব রেকর্ড জানার জন্য।

Advertisement

ইনিংসের হিসেবে

সবচেয়ে বড় ব্যবধানে জয়: ১৯৩৮ সালের (৮৭ বছর আগে) আগস্টে লন্ডনের দ্য ওভালে সফরকারী অস্ট্রেলিয়াকে অ্যাশেজের শেষ তথা ৫ম টেস্টে ইংল্যান্ড হারিয়েছিল এক ইনিংস ও ৫৮০ রানের বিশাল ব্যবধানে।

১৯৩৮ সালে অনুষ্ঠিত বিখ্যাত ওই ম্যাচের এক বিখ্যাত স্কোরবোর্ড

ওই টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৯০৩ রানের বিশাল ইনিংস গড়েছিল ইংল্যান্ড। অধিনায়ক ওয়ালি হ্যামন্ড ইনিংস ঘোষণা করেছিলেন। ওই ম্যাচে ৩৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেন লিওনার্ড হাটন। তিনি বল খেলেন ৮৪৭টি। উইকেটে টিকে ছিলেন ৭৯৭ মিনিট (প্রায় ১৩ ঘণ্টা ২৯ মিনিট)।

Advertisement

একই ম্যাচে ১৮৭ রান করেন মরিস লেইল্যান্ড ও ১৬৯ রান করেন জো হার্ডস্টাফ।

জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ২০১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসেই অসিরা পিছিয়ে পড়ে ৭০২ রান। ইংল্যান্ডের বিল বোয়েস নেন ৫ উইকেট। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও খারাপ অবস্থা অস্ট্রেলিয়ার। অলআউট হয়ে যায় ১২৩ রানে।

১৯৩৮ সালে অনুষ্ঠিত বিখ্যাত ওই ম্যাচের ছবি তোলার চেষ্টা ফটোগ্রাফারের

ইংল্যান্ডের কেন ফার্নেস ৪টি, বিল বোয়েস ২টি করে উইকেট নেন।

দ্বিতীয় বৃহত্তম: টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার। ২০০২ সালে জোহানেসবার্গে তারা এক ইনিংস ও ৩৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

তৃতীয় বৃহত্তম: ১৯৫৮ সালে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ এক ইনিংস ও ৩৩৬ রানে হারিয়েছিল ভারতকে। যা তৃতীয় বৃহত্তম জয়।

চতুর্থ বৃহত্তম: ১৯৪৬ সালে ব্রিসবেনে ইংল্যান্ডকে এক ইনিংস ও ৩৩২ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। যা টেস্টের ইতিহাসে চতুর্থ বৃহত্তম জয়।

পঞ্চম বৃহত্তম: এছাড়া পাকিস্তান লাহোরে ২০০২ সালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ইনিংস ও ৩৩২ রানে। যা ক্রিকেট ইতিহাসে ৫ম বৃহত্তম জয়।

রানের ব্যবধানে

সবচেয়ে বড় ব্যবধানে জয়: রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় ইংল্যান্ডের। ১৯২৮ সালে ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ইংল্যান্ড হারিয়েছিল ৬৭৫ রানের বিশাল ব্যবধানে। ইংল্যান্ড করেছিল ৫২১ ও ৩৪২ রান। জবাবে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল ১২২ ও ৬৬ রানে। এই ম্যাচে অস্ট্রেলিয়া দলে ছিলেন স্যার ডন ব্র্যাডম্যান।

১৯২৮ সালে ব্রিসবেনের ওই ম্যাচে খেলা স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাটটি পরে নিলামে তোলা হয় ২০০৮ সালে।

দ্বিতীয় বৃহত্তম: অস্ট্রেলিয়া ১৯৩৪ সালে লন্ডনের দ্য ওভালে ৫৬২ রানে হারিয়েছিল ইংল্যান্ডকে। টেস্টের ইতিহাসে রানের ব্যবধানে যা দ্বিতীয়য় সর্বোচ্চ জয়।

তৃতীয় বৃহত্তম: তৃতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড বাংলাদেশের দখলে। ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানকে বাংলাদেশ হারিয়েছিল ৫৪৬ রানের বিশাল ব্যবধানে। ওই ম্যাচে বাংলাদেশ করেছিল ৩৮২ ও ৪২৫ (৪ উইকেটে ইনিংস ঘোষণা) রান। জবাবে আফগানিস্তান ১৪৬ ও ১১৫ রানে অলআউট হয়ে যায়।

চতুর্থ বৃহত্তম: ১৯১১ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকাকে ৫৩০ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। যা চতুর্থ বৃহত্তম জয়।

পঞ্চম বৃহত্তম: ২০১৮ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়াকে ৪৯২ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। রানের হিসেবে যা পঞ্চম বৃহত্তম জয়।

আইএইচএস/