বিনোদন

মুরাদনগরের ঘটনা নিয়ে কী বলছেন তারকারা

মুরাদনগরের ঘটনা নিয়ে কী বলছেন তারকারা

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে ঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও শনিবার (২৮ জুন) রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এটি ভাইরাল হলে দেশজুড়ে সমালোচনা শুরু হয়।

Advertisement

ন্যক্কারজনক এ ঘটনার প্রতিবাদে শোবিজ অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। তারকারা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন। চরম নিন্দনীয় এমন ঘটনার প্রতিবাদ জানিয়েছেন মিশা সওদাগর, রাফিয়াত রশীদ মিথিলা, মৌসুমি হামিদ, জয় চৌধুরী, আরশ খান, প্রার্থনা ফারদিন দীঘি, নুসরাত ফারিয়া, তমা মির্জা প্রমুখ।

খ্যাতিমান খল অভিনেতা মিশা সওদাগর এমন ঘটনার প্রতিবাদে তার ফেসবুকে লিখেছেন, ‘দেশের প্রতিটি মানুষ শান্তিতে থাকুক। প্রতিটি নারী নিরাপদে থাকুক। প্রতিটি অন্যায়ের ন্যায়বিচার হোক। প্রতিটি ধর্ষকের ফাঁসি হোক। মুরাদনগরে ঘটে যাওয়া ধর্ষণের তীব্র ঘৃণা এবং নিন্দা জানাচ্ছি।’

ফেসবুক পোস্টে অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, ‘মুরাদনগর, কুমিল্লা! বীভৎসতা! লজ্জা’। অভিনেত্রী মৌসুমি হামিদ লিখেছেন, ‘মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কারণ আর কোনো মানুষ থাকবে না। খুব শিগগির।’ প্রার্থনা ফারদিন দীঘি লিখেছেন, ‘ধর্ষণকে না বলুন। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। নীরবতাই সমর্থন। ধর্ষণ বন্ধ করুন।’

Advertisement

ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। তিনি তার পোস্টে ঘটনাটির জন্য ধিক্কার জানিয়েছেন। তিনি লিখেন, ‘ধিক্কার।’ এরপর হ্যাশট্যাগ ব্যবহার করে অভিনেত্রী লিখলেন, ‘ধর্ষকের শাস্তি চাই।’

ধর্ষণের প্রতিবাদ জানিয়ে নুসরাত ফারিয়া তার ফেসবুকে লিখেছেন, ‘স্টপ রেপ।’ সংগীতশিল্পী ও অভিনয়শিল্পী পারশা মাহজাবীন পূর্ণী লিখেছেন, ‘বিবস্ত্র বাংলাদেশ।’

অভিনেতা জিয়াউল রোশান দীর্ঘ একটি পোস্টে লিখেছেন, ‘কুমিল্লার মুরাদনগরের ঘটনায় ধর্ষকদের একটাই শাস্তি চাই। জনসম্মুখে ফাঁসি। তারা কোন দল করে, আর কোন ধর্মের সেটা জানা দরকার নাই, জানতেও চাই না, জাস্ট জনসম্মুখে ফাঁসি চাই।’ অভিনেতা আরশ খান এ ঘটনার প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘কাপুরুষত্ব যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন তা কুপুরুষত্বে রূপ নেয়। জন্ম পরিচয়হীন না হলে একজন নারীর সঙ্গে এমন করা সম্ভব না। একবার যারজ সব সময় যারজই থাকে।’

অভিনেতা শিমুল শার্মা এক পোস্টে লিখেছেন, ‘কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।’

Advertisement

আরও পড়ুন:হিরো আলম এখন কেমন আছেন, জানালেন রিয়ামনিহিরো আলমকে বুকে জড়িয়ে যা বললেন রিয়ামনি

অভিনেতা সাইদুর রহমান পাভেল ফেসবুক লাইভে বলেন, ‘ধর্ষকদের মেরে ফেলুন। প্রকাশ্যে ফাঁসি দিন।’ এছাড়া দেশের সার্বিক অবস্থা আরও খারাপ হয়েছে জানিয়ে পাভেল বলেন, ‘এখন বলতে বাধ্য হচ্ছি, এটা তো আরও খারাপ হয়ে গেল। এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এখন তো মনে হচ্ছে ভুল করেছি ভাই। ভুল করেছে সবাই।’

এমএমএফ/জেআইএম