আন্তর্জাতিক

মার্কিন ডলার ব্যবহার না করার আহ্বান বলিভিয়ার প্রেসিডেন্টের

মার্কিন ডলার ব্যবহার না করার আহ্বান বলিভিয়ার প্রেসিডেন্টের

বিশ্বজুড়ে দেশগুলোকে আর মার্কিন ডলারের ওপর নির্ভর না করে নিজেদের জাতীয় মুদ্রায় বাণিজ্য করা উচিত বলে মন্তব্য করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস সম্মেলনের ফাঁকে রাশিয়ার গণমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান।

Advertisement

আর্স বলেন, যুক্তরাষ্ট্র থেকে নিজেদের আলাদা করতে হলে বিশ্বের দেশগুলোর উচিত ডলার ব্যবহার বন্ধ করা। আমরাও এই প্রস্তাব দিয়েছি। তিনি জোর দিয়ে বলেন, নিজ নিজ মুদ্রায় লেনদেন করাই ভালো, অথবা অন্তত বিকল্প অর্থপ্রদানের পদ্ধতি খোঁজা উচিত।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলো মস্কোর বিপুল পরিমাণ সম্পদ জব্দ করে, যার বেশিরভাগই ছিল ডলার ও ইউরোতে। এর পর থেকে ব্রিকস সদস্যরা তৃতীয় মুদ্রার ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের মধ্যে জাতীয় মুদ্রায় বাণিজ্য বাড়াতে উদ্যোগ নেয়।

আরও পড়ুন>

Advertisement

ইরানের ওপর নিষেধাজ্ঞা যথাসময়ে তুলে নিতে চান ট্রাম্প ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে চীন

আর্স বলেন, বর্তমানে খুব স্পষ্ট একটি লড়াই চলছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের পুরনো জোট। আরেকদিকে উদীয়মান ব্রিকস দেশগুলোর জোট।

তিনি বলেন, আমরা আর বিশ্বাস করি না যে বিশ্বের নেতৃত্ব কেবল একটি দেশের হাতে থাকবে।

২০২৫ সালের শুরুতে বলিভিয়া ব্রিকস-এর অংশীদার দেশের মর্যাদা পায়, যার ফলে দেশটি বৃহৎ বাজারে প্রবেশের সুযোগ পাচ্ছে এবং একটি এমন জোটে যুক্ত হয়েছে যা সবার জন্যই অর্থনৈতিক লাভ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন আর্স।

বর্তমানে ব্রিকস-এর পূর্ণ সদস্য দেশগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও ইরান। আর অংশীদার দেশ হিসেবে যোগ দিয়েছে বলিভিয়া, বেলারুশ, কাজাখস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান ও ভিয়েতনাম।

Advertisement

অন্যদিকে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, যে কোনো দেশ ব্রিকসের সঙ্গে ‘সমঝোতা’ করলে তার রপ্তানির ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

সূত্র: আরটি

এমএসএম