জামালপুরের ইসলামপুরে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে আব্দুর রহিম (৩৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
Advertisement
শনিবার (২৮ জুন) দিনগত রাত ২টার দিকে উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা চর এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।
নিহতের স্বজনেরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাতে নিজ ঘরের কক্ষ থেকে ডেকে বের করা হয় আব্দুর রহিমকে। বাড়ির উঠানে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে কোপানোর সময় নিহতের স্ত্রীসহ স্বজনরা বাঁধা দিতে আসলে তাদেরও মারধর করা হয়। এতে ঘটনাস্থলে মারা যান আবদুর রহিম।
Advertisement
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে তদন্তের পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করতে কাজ চলছে।
আরএইচ/জেআইএম