পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক কিশোরীকে হাত-পা বেঁধে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। উপজেলা ছাত্রলীগের সহসভাপতি কামাল গাজী তার ফেসবুকে দাবি করেন, ওই কিশোরী তার স্ত্রী। তার স্ত্রীকে মারতে মারতে হাত-পা বেঁধে নিয়ে যাওয়া হয়েছে।
Advertisement
তবে পুলিশ জানিয়েছে, ওই কিশোরীকে তার বাবা এবং আত্মীয়-স্বজন জোরপূর্বক তাদের বাড়িতে নিয়ে গেছেন। এটি রাজনৈতিক কোনো ঘটনা নয়।
শনিবার (২৮ জুন) রাতে রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ওই কিশোরীর সঙ্গে কামাল গাজীর প্রেমের সম্পর্ক রয়েছে, সম্প্রতি কিশোরী কামাল গাজীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। শনিবার রাতে কিশোরীর বাবা ও স্বজনরা জোরপূর্বক তাকে বাড়িতে নিয়ে যান। এ সংশ্লিষ্ট ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন কামাল গাজী। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
Advertisement
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন জানান, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, পারিবারিক বিষয়। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।
আব্দুস সালাম আরিফ/এফএ/জিকেএস