লেখক-পাঠক ও সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে চাঁদপুর সাহিত্য একাডেমির সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন ২০২৫ সাহিত্য একাডেমীর মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সাহিত্য সভায় অংশগ্রহণকারী লেখকেরা স্বরচিত কবিতা, গল্প, প্রবন্ধ, গদ্য, বই, আলোচনা এবং স্মৃতিকথা পাঠ করেন। পাঠিত সাহিত্যকর্মের উপর উন্মুক্ত আলোচনা করেন অন্যরা।
Advertisement
সাহিত্য সভায় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ও কথাশিল্পী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন-সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন কবি জামসেদ ওয়াজেদ ও লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন।
সাহিত্য একাডেমির নির্বাহী পরিষদের সহ-সভাপতি আবদুল্লাহিল কাফীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক কাদের পলাশ।
আরও পড়ুনচন্দ্রিমা উদ্যানে তরুণ লেখকদের সাহিত্য আড্ডাসাহিত্য আড্ডা চৈতন্যের বৃত্তাবদ্ধতা দূর করেএকাডেমির পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিমের উপস্থাপনায় সাহিত্য পাঠ, আলোচনা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য এটিএম আব্দুল মতিন মোল্লা, একেএম সলিমুল্লাহ, চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের প্রচার সম্পাদক ছড়াকার মো. হোসেন, চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, কার্যনির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি প্রমুখ।
Advertisement
সাহিত্য সভায় সেরা তিনজন আড্ডাবাজকে পুরস্কৃত করা হয়। তারা হলেন- হাসানুজ্জামান, ইয়াছিন দেওয়ান ও সামিয়া মেহুনাজ নুসরাত। অনুষ্ঠানে সাহিত্য একাডেমির লাইব্রেরি সমৃদ্ধ করার জন্য আমেরিকা প্রবাসী শরীফ হোসাইনের সৌজন্যে ৮০টি বই উপহার হিসেবে তুলে দেন এইচএম জাকির।
অনুষ্ঠানের শুরুতে একাডেমির প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য, সুহৃদ, লেখকদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলমান সাহিত্য সভায় প্রায় ৬০ জন কবি-লেখক উপস্থিত ছিলেন। সাহিত্য সভায় আগত লেখক, পাঠক ও সাহিত্যপ্রেমীদের দেশজ ফল উৎসবের মাধ্যমে আপ্যায়ন করা হয়।
এসইউ/জেআইএম
Advertisement