খেলাধুলা

মেসি, সুয়ারেজ ও আলবাকে নিয়ে ‘মাথাব্যথা’ পিএসজি কোচের

মেসি, সুয়ারেজ ও আলবাকে নিয়ে ‘মাথাব্যথা’ পিএসজি কোচের

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় বাংলাদেশ সময় আজ রোববার রাত ১০ টায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। ২০২৩ সালে সম্পর্কচ্ছেদের পর এই প্রথম সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে খেলতে প্রস্তুত লিওনেল মেসি।

Advertisement

প্রবল আকর্ষণীয় ও সম্ভাব্য উত্তেজনাপূর্ণ এই ম্যাচের আগে ভক্তদের অধিকাংশই এগিয়ে রাখছেন পিএসজিকে। এগিয়ে রাখার কারণও ঢের।

পিএসজি তরুণদের নিয়ে সাজানো-গোছানো একটি দল। লুইস এনরিকের অধীনে ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি অন্য যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী। পিএসজির সবচেয়ে বড় আত্মবিশ্বাসের জায়গা হলো, তারা সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী।

তবে জয়ের পেন্ডুলাম অনেকটা নিজেদের দিকে ঝুঁকে থাকলেও পিএসজি কোচ এনরিকে নিজের শিষ্যদের সতর্ক করেছেন। তিনি মনে করেন, মিয়ামির আক্রমণভাগকে অবহেলা করলে সেটি হতে পারে বড় ভুল। কারণ প্রতিপক্ষের দলে রয়েছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসের মতো অভিজ্ঞ তারকারা।

Advertisement

শনিবার সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, ‘ফুটবলে কেউ যদি মাত্র ১০ সেকেন্ডের জন্যও ঢিলে দেয়, তার ফল কী হয়, তা সবাই জানে। এই খেলোয়াড়দের মান ও গুণ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি ইন্টার মিয়ামির সবগুলো ম্যাচ দেখেছি। তারা এখনও সেই মান বজায় রেখেছে। আমরা যদি তাদের ওপর চাপ সৃষ্টি করতে না পারি, তাহলে বিপদে পড়বো।’

পিএসজি কোচ আরও বলেন, ‘যদি আমরা বল কেড়ে নিতে না পারি, তাহলে পরিস্থিতি আমাদের পক্ষে যাবে না। কারণ বুসকেটস এখনও একই রকম; লিও মেসি বল পেলে তিনি অনন্য। লুইস সুয়ারেজের সর্বশেষ গোলটি দেখেছেন তো? কী অসাধারণ দক্ষতায় করা। আর জর্দি আলবা এখনও আগের মতোই ডিপ থেকে উঠে আসে।’

মিয়ামি কোচ মাচেরানোকে নিয়ে এনরিকে বলেন, ‘তাদের কোচ মাচেরানোকে খুব ভালোভাবে চিনি। তিনি যদি ডাগআউটে থাকেন, তাহলে আমাদের দুর্দান্ত পারফরম্যান্স না হলে ও প্রয়োজনীয় তীব্রতা না থাকলে ইন্টার মিয়ামিই জিতে যাবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

মেসির প্রশংসা করে এনরিকে বলেন, ‘এই অসাধারণ স্টেডিয়ামে এমন ম্যাচ খেলার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। বিশেষ করে এমন একটি দলের বিপক্ষে খেলছি, যারা এখনো লিও মেসির মতো একজন কিংবদন্তিকে দলে রেখেছে। সে কেবল বার্সেলোনার সাবেকদের জন্যই নন, বরং ফুটবল বিশ্বেই এক অনুপ্রেরণা।’

Advertisement

এনরিকে ভালোভাবেই মিয়ামির শক্তি সম্পর্কে জানেন। কারণ ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সা কোচ থাকাকালীন এই চারজনকে (মেসি, সুয়ারেজ, আলবা ও বুসকেটস) এবং বর্তমান কোচ মাচেরানোকে পরিচালনা করেছেন তিনি। সেই সময় বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগসহ বহু শিরোপা জিতেছেন এনরিকে।

এনরিকে বলেন, ‘মেসির সেরা সময় কতদিন চলেছে, সেটা আমি বলতে পারি না — ১০, ১৫ বছর? তবে আমি নিঃসন্দেহে বলব, সে ইতিহাসের সেরা ফুটবলার। আমি অন্য মতামতকেও সম্মান করি। কিন্তু যেভাবে দীর্ঘ সময় ধরে সে সর্বোচ্চ স্তরে খেলেছে, প্রতি তিন দিনে একবার ম্যাচে অংশ নিয়েছে— সেটিই তাকে অনন্য করে তোলে।’

‘আমি কোচ হিসেবে বার্সায় সব কিছু জেতার সুযোগ পেয়েছিলাম। কিন্তু শুধুমাত্র ম্যাচেই নয়, বরং প্রতিদিনের প্রায় ২০০টি অনুশীলন সেশনেও আমি লিও মেসিকে দেখেছি এমন সব কিছু করতে, সেটি যেন অন্য জগতের। খেলার মধ্যে যেভাবে সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, সেটা শুধুমাত্র তার মতো খেলোয়াড়ের পক্ষেই সম্ভব। এটা ছিল এক দুর্দান্ত অভিজ্ঞতা এবং আজও সেই সময়কে মনে পড়ে রোমাঞ্চিত হই’- যোগ করেন এনরিকে।

এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও ফ্লামেঙ্গোর মধ্যকার শেষ ষোলোর ম্যাচের বিজয়ী দলের।

এমএইচ/জিকেএস