চর্যাপদের গানের পুনর্জাগরণের যুগপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৫’ শুরু হয়েছে। আজ (৯ জুলাই) বুধবার দ্বিতীয়বারের মতো উৎসবটি আয়োজন করেছে ভাবনগর ফাউন্ডেশন।
Advertisement
বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনারকক্ষে শুরু হয় উৎসব। অনুষ্ঠানের শুরুতে ভাবনগর সাধুসঙ্গের শিল্পীরা সমবেতভাবে লুইপা রচিত চর্যাপদের প্রথম পদ পরিবেশন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরাসি লালনশিল্পী দেবোরাহ জান্নাত। তিনি বলেন, ‘আদি সংস্কৃতির মধ্যেই মানবের মুক্তি। চর্যাপদের গানে তার নির্দেশনা রয়েছে। আজকের সাধকেরা যে চর্যাপদের গানের পুনর্জাগরণ করেছেন, তা এ দেশের প্রাচীন সাধনার সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে দিচ্ছে। নিজের হৃদয়ের কাছে পৌঁছানোর জন্য চর্যাগান থেকে লালন সাঁইয়ের গানের কাছে, জ্ঞানের কাছে ফিরতে হয়।’ বক্তব্যের পাশাপাশি তিনি চর্যাগানও পরিবেশন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক কিথ ই কান্তু। তিনি বলেন, ‘চর্যাপদের গান বাংলাদেশের প্রাচীন ইতিহাসের অংশ। এই গানের পুনর্জাগরণের মাধ্যমে বাংলাদেশের সাধকেরা তাদের যে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়।’
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশের চর্যাপদের গানের সুরকার, শিল্পী ও প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া এবং ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আসা চর্যাপদের গানের পুনর্জাগরণের শিল্পী বাবুল আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লোকগবেষক সাইমন জাকারিয়া।
Advertisement
সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে চর্যাপদের গানের পুনর্জাগরণের আসরে চর্যাগান পরিবেশন করেন বাবুল আক্তার, লুৎফর রহমান, আফজাল হোসেন, সোহেল, সানোয়ার, খলিল, আলী আজম, ফারুক হোসেন, মোফাজ্জল হোসেন, বেল্লাল হোসেন, আবদুল হাকিম, কাওসার মাহমুদ, অভয়চরণ, মোসলেম, নাহিদ ও রঞ্জিত। অনুষ্ঠান উপস্থাপনা করেন নূরুননবী শান্ত ও কবি শাহেদ কায়েস।
চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৫ চলবে শুক্রবার পর্যন্ত। উৎসবের দ্বিতীয় দিন কাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে বাংলাদেশের চর্যাপদের গানের পুনর্জাগরণের সাধকশিল্পীদের অংশগ্রহণে সংগীত-সেমিনার অনুষ্ঠিত হবে। ‘চর্যা-সাধনার উত্তরাধিকার: অতীশ-চৈতন্য-লালন’ শীর্ষক সংগীত-সেমিনারে প্রাচীন চর্যাপদের গানের পাশাপাশি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের চর্যাগান ও লালন সাঁইয়ের গান পরিবেশনের মাধ্যমে বক্তৃতা দেবেন বরিশালের সাধক কবি ও চর্যাপদের গানের পুনর্জাগরণের সুরকার-শিল্পী শাহ আলম দেওয়ান, মানিকগঞ্জের সাধকশিল্পী বাউল অন্তর সরকার, শরীয়তপুরের সাধকশিল্পী শিলা মল্লিক, কিশোরগঞ্জের আল আমিন সরকার, সুনামগঞ্জের মণীন্দ্র দাশ।
তৃতীয় দিন শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্টুডিও থিয়েটারে চর্যাগানের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ দেবেন চর্যাগানের সুরকার, শিল্পী ও প্রশিক্ষক সাধক সৃজনী তানিয়া, শাহ আলম দেওয়ান ও বাউল অন্তর সরকার।
এ ছাড়া একই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ভাব সাধকদের অংশগ্রহণে চর্যাপদের গানের পুনর্জাগরণের আসর অনুষ্ঠিত হবে। পাশাপাশি রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত চর্যাপদের গানের প্রশিক্ষণগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ, এক যুগ ধরে চর্যাপদের গানের পুনর্জাগরণে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শিল্পীদের সম্মাননা এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে বক্তৃতা দেবেন কবি ও গবেষক ফরহাদ মজহার, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ সুকোমল বড়ুয়া এবং ভিক্ষু জিনবধি।
Advertisement
আরএমডি