দেশজুড়ে

ধাওয়া খেয়ে গাছ থেকে পুকুরে ঝাঁপ দিলো মেছোবাঘ

ধাওয়া খেয়ে গাছ থেকে পুকুরে ঝাঁপ দিলো মেছোবাঘ

চট্টগ্রামের সীতাকুণ্ডে লোকালয়ে একটি মেছোবাঘ ধরা পড়েছে। শনিবার (২৮ জুন) ভরদুপুরে লোকালয়ে চলে এলে লোকজন ধাওয়া দিতেই এটি লাফিয়ে জামগাছের মগডালে উঠে পড়ে। পরে সেখান থেকে লাফ দিয়ে বাড়ির পাশে ইউনিয়ন পরিষদের পুকুর পাড়ের গাছে চলে যায়।

Advertisement

এলাকাবাসী ফের ধাওয়া দিলে মেছোবাঘটি পরিষদের পুকুরে লাফিয়ে পড়ে। পরে পুকুরে জাল মেরে এটিকে ধরা হয়। উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের রঙ্গীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় যুবদল নেতা লোকমান হোসেন রকিব জানান, দুপুরের পর হঠাৎ মেছোবাঘটি তাদের বাড়িতে ঢুকে যায়। এসময় তিনি ও তার ভাতিজা মাহমুদ, কায়েদ, শাহারিয়ার ও নাঈম বাঘটিকে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে এটি লাফিয়ে বাড়ির পাশে থাকা জামগাছে উঠে যায়। পরে সেখান থেকে লাফিয়ে নেমে বাড়ির পাশে ইউনিয়ন পরিষদের পুকুর পাড়ে থাকা গাছে উঠে যায়।

এলাকাবাসীসহ তারা সেখানে ধাওয়া দিলে মেছোবাঘটি গাছ থেকে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। পরে পুকুরে জাল ফেলে মেছোবাঘটিকে ধরা হয়।

Advertisement

হোসেন রকিব আরও জানান, মেছোবাঘটি আটকের পর বনে অবমুক্ত করার জন্য বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দায়িত্বরত রেঞ্জ কর্মকর্তার কাছে তারা হস্তান্তর করেছেন।

বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দায়িত্ব রেঞ্জ কর্মকর্তা মো. আলা উদ্দিন জানান, এলাকাবাসী জাল দিয়ে মেছোবাঘটিকে আটকের পর তাদের কাছে হস্তান্তর করেছে। তবে অবমুক্ত করার আগেই এটি জাল ছিঁড়ে পার্কের ভেতরে থাকা বনে পালিয়ে যায়।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জেআইএম

Advertisement