রাজনীতি

বিএনপি ক্ষমতায় যাবে এই গ্যারান্টি কে দিয়েছে: ফয়জুল করীম

বিএনপি ক্ষমতায় যাবে এই গ্যারান্টি কে দিয়েছে: ফয়জুল করীম

আমরা সংস্কার চাই। কিন্তু বিএনপি বলছে তারা সরকার গঠন করে ক্ষমতায় যাওয়ার পর সংস্কার করবে। আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে এই গ্যারান্টি কে দিয়েছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা ফয়জুল করীম।

Advertisement

শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা পিআর সিস্টেমে নির্বাচন চাই। সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। বিএনপি কেন মানছে না? বিএনপি তো দাবি করেছে জাতীয় সরকার গঠন করবে। এটা তাদের দাবি। জাতীয় সরকার গঠন করার সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে পিআর নির্বাচন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার। সর্বদলের অংশগ্রহণমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতে। তাহলে বিএনপি কেন মানছে না? এর কারণটা আমরা বুঝি না। অবশ্যই বিএনপিকেও পিআর সিস্টেমের নির্বাচন মানা উচিত।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ কোনো দুর্নীতিবাজ, দখলবাজ, চাঁদাবাজ এবং খুনিদের আর ক্ষমতায় নেবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে কোনো চাঁদাবাজি, খুন, দখলবাজি করার জন্য নয়।

Advertisement

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সিনিয়র নায়েবে আমির বলেন, আমি বিশ্বাস করি, আজকে মঞ্চে যারা আছেন, আমরা যাতে মুনাফেকি না করি। মুখের সঙ্গে কাজের যদি মিল থাকে, আমি এই লাখো জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম।

এএএম/জেএইচ/জেআইএম