পশ্চিমবঙ্গে গত সোমবার (৭ জুলাই) রাত থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা ও তার আশপাশের বেশ কিছু জেলা। কোথাও গোড়ালি পর্যন্ত, আবার কোথাও হাঁটু ছাড়িয়েছে জমা পানি। টানা বৃষ্টিতে জলমগ্ন থাকায় সমস্যায় পড়ছেন পথচারীরা।
Advertisement
কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে কলেজ স্ট্রিট, নিদান পার্ক, বিবি গাঙ্গুলী স্ট্রিট, কসবা, টালিগঞ্জ, গড়িয়া, নয়াবাদ, যোধপুর পার্ক, যাদবপুর, বেহালা, কালীঘাট,মানিকতলা, উল্টোডাঙ্গাসহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
কলকাতার বেশ কিছু আন্ডারপাসে জমেছে পানি। নগরীর বিভিন্ন গলিপথও পানিতে ডুবে গেছে। রাস্তায় পানি জমে থাকার কারণে গাড়ি ধীরে চলাচল করছে। ফলে যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে।
আরও পড়ুন>>
Advertisement
শিয়ালদা শাখার রেললাইনে জমে যাওয়া পানির জন্য মঙ্গলবার সকাল থেকে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে। কলকাতার পার্শ্ববর্তী শহর অঞ্চল বেলঘড়িয়ায় ডাউন ২ নম্বর রেললাইনে পানি জমে আছে। অন্য লাইনেও ধীর গতিতে চলছে ট্রেন। বৃষ্টির অব্যাহত থাকলে মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক কর্মকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, কলকাতাসহ বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, সঙ্গে বজ্রপাত হতে পারে। ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে বাতাস বইবে। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলীয় অঞ্চলে সমুদ্র অশান্ত থাকবে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
সোমনাথ দত্ত আরও বলেন, একটি নিম্নচাপ তৈরি হয়েছিল যা এখন ধীরে ধীরে পশ্চিমবঙ্গের ওপর থেকে সরে গিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
ডিডি/কেএএ/
Advertisement