জাতীয়

ঢাকায় বিকেলে কমতে পারে বৃষ্টি, রোববার থেকে ফের বাড়ার শঙ্কা

ঢাকায় বিকেলে কমতে পারে বৃষ্টি, রোববার থেকে ফের বাড়ার শঙ্কা

দেশজুড়ে গত ৪ জুলাই থেকে বৃষ্টিপাত বেড়েছে। ভারী বৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী ও কুমিল্লার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই বৃষ্টিপাত আগামীকাল বৃহস্পতিবার থেকে খানিকটা কমতে পারে। রাজধানী ঢাকায় আজ বিকেল থেকে বৃষ্টি কমতে পারে।

Advertisement

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমলেও রোববার থেকে ফের বৃষ্টিপাত বাড়ার শঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে বলেন, বর্ষাকালে বৃষ্টি একেবারে বন্ধ হয় না। তবে গত কয়েকদিনের তুলনায় আগামী দুদিন দেশে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে এসময় উপকূলের কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে।

বুধবার আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, এদিন রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Advertisement

সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দুয়েক জায়গা ছাড়া দেশের সব বিভাগেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে।

আরএএস/এমআইএইচএস/এমএস

Advertisement