দেশবরেণ্য লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। জানা গেছে, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি।
Advertisement
শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানী জানান, ‘গতকালের তুলনায় মায়ের অবস্থা একটু ভালো। চিকিৎসকেরা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন। সবাই মায়ের জন্য দোয়া করবেন।’
হাসপাতালের আইসিইউ বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শিমুল চন্দ্র নাথ জানান, ফরিদা পারভীন ডায়ালাইসিসের রোগী। তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে। চিকিৎসার পর তিনি নিজে নিজে চোখ মেলেছেন, হাত-পা নাড়াচ্ছেন। শারীরিক অবস্থা আরও উন্নত হলে তাকে কেবিনে স্থানান্তর করা হবে।
সংগীতজীবনে দেশাত্মবোধক গানের মাধ্যমে যাত্রা শুরু করলেও ফরিদা পারভীন সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন লালনসংগীতে। ১৯৮৭ সালে একুশে পদক লাভ করেন তিনি।
Advertisement
এছাড়াও জাপান সরকার তাকে কুফুওয়া এশিয়ান কালচারাল পদকে সম্মানিত করে।
এলআইএ/এএসএম