দেশজুড়ে

চাঁদপুরে জলাবদ্ধতায় দুর্ভোগ, বাড়তে পারে বৃষ্টি

চাঁদপুরে জলাবদ্ধতায় দুর্ভোগ, বাড়তে পারে বৃষ্টি

টানা দুইদিনের বৃষ্টিতে চাঁদপুরে বেড়েছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ। কখনো মাঝারি, আবার কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। বিশেষ করে নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় অনেক বসতঘর পানি ঢুকে পড়েছে।

Advertisement

মঙ্গলবার (৮ জুলাই) রাত থেকে ভারী বৃষ্টিপাতের কারণে চাঁদপুর শহরে নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের বিষ্ণুদী মাদরাসার রোড, নাজির পাড়া, রহমতপুর কলোনীসহ বেশ কিছু সড়কে জলাবদ্ধতা রয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।

এদিকে টানা বৃষ্টিতে জেলার গ্রামীণ সড়কগুলো ক্ষয়ক্ষতির পাশাপাশি শাহরাস্তি ও ফরদিগঞ্জ উপজেলায় গেল বছরের মতো জলাবদ্ধতায় শিকার স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে যাত্রী সংকটে লঞ্চ চলাচলে শিডিউল বিপর্যয় হয়েছে। যাত্রী পেলে ২ থেকে ৩ ঘণ্টা পর ছাড়ছে লঞ্চ।

চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদরাসা রোড এলাকার ব্যবসায়ী বেলাল হোসাইন জানান, অতি বৃষ্টির কারণে দোকানের সামনে হাঁটু পানি জমে আছে। যার কারণে কোন ক্রেতা আসছে না। বৃষ্টি চলমান থাকলে দোকানে পানি ঢুকে যাবে।

Advertisement

চাঁদপুর জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মো. শোয়েব জানান, গত ৪৮ ঘণ্টায় সকাল ৬টা পর্যন্ত ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত তা বেড়ে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টিপাত আরও বাড়ার শঙ্কা রয়েছে বলে জানান তিনি।

শরীফুল ইসলাম/এমএন/এমএস