নেত্রকোনার মদনে টিসিবির চাল পাচারের সময় যুবদলের সাবেক এক নেতাসহ তিনজনকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে টিসিবির ২৫ বস্তা চালসহ তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন সেনাবাহিনীর সদস্যরা।
Advertisement
থানায় নেওয়ার পথে ওই যুবদল নেতা চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান বলে দাবি করছে পুলিশ। তবে স্থানীয়রা বলছেন কৌশলে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।
শুক্রবার (২৭ জুন) রাতে উপজেলার নায়েকপুর ইউনিয়নের কাইটাইল বাজার সংলগ্ন ওয়াহেদ ইটভাটার কাছে ২৫ বস্তা টিসিবির চালসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন টিসিবির ডিলার শামছুল হক চ্যাম্পিয়ন (৩৬), মারুফ মিয়া (১৬) ও ট্রলিচালক আলম মিয়া (৪০)। তারা তিনজন উপজেলার চানগাঁও ইউনিয়নের বাসিন্দা।
Advertisement
এদের মধ্যে শামছুল হক চ্যাম্পিয়ন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মদন উপজেলার চানগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য। গত ডিসেম্বরে তাকে অসদাচরণের অভিযোগে যুবদলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।
অভিযুক্তদের থানায় নিয়ে যাওয়ার দায়িত্বে থাকা এসআই সাইদুল ইসলাম বলেন, আটকদের নিয়ে যাওয়ার সময় পথে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে শামছুল হক চ্যাম্পিয়ন নামের একজন পালিয়ে যান।
এ দিকে এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নায়েকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) কৃষ্ণ চন্দ্র সরকার। তিনি বলেন, তিনজনকে আসামি করা হয়েছে। তবে তাদের আমি চিনি না।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, এ ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে শামছুল হক চ্যাম্পিয়নকে ছেড়ে দেওয়ার অভিযোগটি সত্য নয়। তিনি আমাদের চোখ ফাঁকি দিয়ে চলে গেছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে। অপরদিকে মারুফ অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ইউএনওর পরামর্শে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
Advertisement
এইচ এম কামাল/জেডএইচ/এএসএম