দেশজুড়ে

ফেনীর প্লাবিত গ্রামগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন

ফেনীর প্লাবিত গ্রামগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫ স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

Advertisement

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানিয়েছে, প্লাবিত এলাকার অনেক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিটার ও সাব-স্টেশন ডুবে যাওয়ায় নিরাপত্তার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে এ ব্যবস্থা চলতে পারে।

পরশুরামের চিথলিয়া এলাকার হালিমা আক্তার জানান, রাতে পানি ঘরে ঢুকতে শুরু করে। বিদ্যুৎ সংযোগ ও মোবাইল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয় কেন্দ্রে আসতে বাধ্য হয়েছি। গত বছরও বন্যায় সব হারিয়েছি, এবারও একই পরিস্থিতি।

মির্জানগরের রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ফলে মোবাইল নেটওয়ার্কও সচল নেই। কোথাও যোগাযোগ করতে পারছি না। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ নুরুল হোসাইন বলেন, বন্যা কবলিত ফুলগাজী ও পরশুরামের অনেক গ্রামে দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

Advertisement

আবদুল্লাহ আল-মামুন/এএইচ/জিকেএস