বাংলাদেশি অভিবাসীকর্মীদের বিদেশযাত্রায় চুক্তিপত্র সংক্রান্ত বিষয়ে নানা অনিয়মের চিত্র উঠে এসেছে অভিবাসীকর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) এক নতুন এক গবেষণায়।
Advertisement
সেখানে দেখা গেছে, ৭৫ শতাংশ শ্রমিক বিদেশ যাওয়ার আগে কোনো চুক্তিপত্র পান না। বিদেশযাত্রার আগে পুরুষ শ্রমিকদের মধ্যে ৬৪ শতাংশই চুক্তিপত্র পান না। অন্যদিকে নারীদের ক্ষেত্রে কেউই কোনো চুক্তিপত্র পান না।
বুধবার (৯ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশের সালিশি ব্যবস্থায় অভিবাসীদের অভিজ্ঞতার সমালোচনামূলক বিশ্লেষণ’ শীর্ষক একটি গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন ওকাপ চেয়াপারসন শাকিরুল ইসলাম।
গবেষণার ফলাফল তুলে ধরে তিনি বলেন, বিদেশযাত্রায় আগে মাত্র ২৫ শতাংশ কর্মী চাকরির চুক্তিপত্র পান। তবে এই ২৫ শতাংশের মধ্যে ৬২ শতাংশ কর্মী চুক্তিপত্র পেয়েছেন ফ্লাইটের কয়েক ঘণ্টা আগে, ২৭ শতাংশ পেয়েছেন দুই সপ্তাহ আগে এবং মাত্র ১১ শতাংশ পেয়েছেন এক মাস আগে।
Advertisement
তিনি জানান, ৪৭ শতাংশ শ্রমিক বিদেশে ওয়ার্ক পারমিট পান না। যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন (৫৩ শতাংশ), তাদের মধ্যে মাত্র ২৪ শতাংশই প্রতিশ্রুত কাজ পান।
ওকাপ জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ওকাপের কাছে আইনি সহায়তা চাওয়া ১১৪ জন অভিবাসীকর্মীর (পুরুষ ৮০, নারী ৩৪) কেস স্টাডির গভীর বিশ্লেষণের মাধ্যমে সংগৃহীত পরিমাণগত তথ্যের ভিত্তিতে এই গবেষণা করা হয়েছে।
এই প্রতিবেদনে বাংলাদেশের দুই প্রধান শ্রম গন্তব্য দেশ সৌদি আরব ও মালয়েশিয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ প্রতিবেদনে অন্তর্ভুক্ত ৯২ শতাংশ অভিবাসীকর্মী এই দুই দেশ থেকে প্রত্যাবর্তন করেছেন।
আরএএস/বিএ/জেআইএম
Advertisement