দেশজুড়ে

নকল চিপস-বিস্কুট উৎপাদন, ৪ লাখ টাকা জরিমানা

নকল চিপস-বিস্কুট উৎপাদন, ৪ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

শনিবার (২৮ জুন) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলার বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার ও জেলা স্যানেটারি কর্মকর্তা সংকর দাস প্রমুখ।

Advertisement

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভৈরবপুর উত্তরপাড়া এলাকার বুশরা ফুড অ্যান্ড বেভারেজের মালিক আব্দুল কাদিরকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিএসটিআইয়ে অনুমোদন ছাড়া নকল চিপস উৎপাদনের দায়ে ১ লাখ টাকা, একই এলাকার চাদনী বেকারির মালিক রুমান মিয়াকে অস্বাস্থ্যকর পরিবেশে পচা বিস্কুট ও কেক উৎপাদনের দায়ে ১ লাখ টাকা, এছাড়া ঘোড়াকান্দা এলাকার মালেক অ্যান্ড কোং ফুড প্রডাক্টসের মালিক মো. গোলাম রহমানকে অস্বাস্থ্যকর পরিবেশে মনাক্কা, চানাচুর উৎপাদন ও মোড়ক তৈরিতে অসঙ্গতি থাকার দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান, ভৈরব শহরের দুটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ও নকল পণ্য উৎপাদন এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মালেক ফুড প্রোডাক্টে অস্বাস্থ্যকর পরিবেশে মনাক্কা ও চানাচুর উৎপাদনের দায়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

রাজীবুল হাসান/জেডএইচ/এএসএম

Advertisement