বিভিন্ন দেশের ‘বিশেষ প্রতিভাধর ব্যক্তিদের’ দীর্ঘমেয়াদে বসবাসের জন্য ‘গোল্ডেন ভিসা’ দিয়ে থাকে সংযুক্ত আরব আমিরাত। এই ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাঁচ থেকে ১০ বছর বসবাসের পাশাপাশি কাজ বা পড়াশোনাও করা যায়।
Advertisement
আমিরাতের ফেডারেল অথোরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এই ভিসার মনোনয়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দিয়েছে।
গোল্ডেন ভিসা কী?গোল্ডেন ভিসা মূলত ৫ বা ১০ বছরের দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা, যা বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের দেওয়া হয়ে থাকে। এই ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছেন:
* বিনিয়োগকারী* উদ্যোক্তা* বিজ্ঞানী* কৃতিত্বপূর্ণ শিক্ষার্থী ও স্নাতক* মানবিক সহায়তায় অবদান রাখা ব্যক্তি* ফ্রন্টলাইন হিরো (যেমন চিকিৎসাকর্মী)
Advertisement
আরও পড়ুন>>
আমিরাতে বাংলাদেশিদের ‘লাইফটাইম গোল্ডেন ভিসা’ দেওয়ার খবরটি গুজব ‘লাইফটাইম গোল্ডেন ভিসা’ নিয়ে গুজব, আইনি ব্যবস্থা নেবে আমিরাত নতুন তিন ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দিচ্ছে আমিরাত প্রধান সুবিধা কী?> গোল্ডেন ভিসার জন্য কোনো স্পনসর প্রয়োজন হয় না, যা সাধারণ ভিসা প্রক্রিয়ার তুলনায় অনেক সহজ।> ছয় মাসের বেশি সময় আমিরাতের বাইরে থাকলেও ভিসা বাতিল হয় না।> পরিবার সদস্যদের বয়স নির্বিশেষে স্পনসর করা যায়, এমনকি অসীম সংখ্যক গৃহকর্মীকেও স্পনসর করা যায়।> গোল্ডেন ভিসাধারীর মৃত্যুর পরও তার পরিবার ভিসার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দেশে থাকতে পারে।
কীভাবে আবেদন করবেন?আবেদনকারীদের আইসিপির ‘স্মার্ট সার্ভিস ওয়েবসাইট’ থেকে নিচের ধাপে ধাপে পদ্ধতি অনুসরণ করতে হবে:
১. ‘গোল্ডেন সার্ভিসেস’ সেকশনে যান।২. ‘ইনসাইড ইউএই’ নির্বাচন করুন।৩. ‘নমিনেশন রিকোয়েস্ট’ ক্লিক করুন।৪. ‘সার্ভিস কার্ড’ অংশে গিয়ে প্রয়োজনীয় শর্ত, কাগজপত্র ও ফি সম্পর্কে পড়ুন।৫. ‘স্টার্ট সার্ভিস’ ক্লিক করে আবেদন শুরু করুন।
Advertisement
আবেদন ফর্মে প্রার্থীকে নিজের পরিচয়, পাসপোর্ট তথ্য, পেশা ও যোগাযোগের ঠিকানা দিতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন জমা ও ফি প্রদান করতে হবে।
যেসব ক্ষেত্রের জন্য সুপারিশপত্র বাধ্যতামূলক* শিল্পী, সংস্কৃতিকর্মী: ইউএইর সাংস্কৃতিক কর্তৃপক্ষের সুপারিশ প্রয়োজন।* উদ্ভাবক ও পেটেন্টধারী: অর্থনৈতিক মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশ।* অ্যাথলেট: খেলাধুলা কর্তৃপক্ষ বা স্থানীয় ক্রীড়া পরিষদের অনুমোদন।* ডিজিটাল প্রযুক্তি: ইউএই’র কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল লেনদেন কাউন্সিলের সুপারিশ।* বিজ্ঞানী ও নির্বাহী কর্মকর্তা: প্রমাণ হিসেবে কমপক্ষে ৩০ হাজার দিরহামের বেতন সনদ ও ডিগ্রির সত্যায়িত কপি।
আবেদন ফি> ই সার্ভিসেস ফি: ২৮ দিরহাম> আইসিপি ফি: ২২ দিরহাম> স্মার্ট সার্ভিস ফি: ১০০ দিরহাম
আবেদন বাতিলের কারণ* যদি প্রয়োজনীয় তথ্য ৩০ দিনের মধ্যে সম্পন্ন না করা হয়* তিনবার তথ্য বা কাগজপত্র অসম্পূর্ণ থাকলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে
আগ্রহীদের কেবল সরকারি ওয়েবসাইট বা কল সেন্টারের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে এবং কোনো তৃতীয়পক্ষ বা দালালের প্রলোভনে পা না দিতে অনুরোধ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: গালফ নিউজকেএএ/