বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, শহীদ জিয়াউর রহমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য জাতীয়তাবাদী দলের সৃষ্টি করেছিলেন। যেখানে থাকবে না কোনো আইনের দুঃশাসন। যেখানে থাকবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। সেজন্যই কালের সাক্ষী হয়ে জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছে।
Advertisement
বুধবার (৯ জুলাই) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, যদি শেখ মুজিব বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম না করতেন, সব দল বন্ধ করে দিয়ে বাকশাল ঘোষণা না করতেন, সব পত্রিকা বন্ধ করে দিয়ে একটি মাত্র পত্রিকা চালু করেছিলেন। সব কিছুর মূলে ছিল স্বাধীনতার আন্দোলনে যারা রক্ত দিয়েছিলেন সেই রক্তের সঙ্গে বেইমানি করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা। ওই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন বলে জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছিল।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা ভুল পথ ছেড়ে দিন। স্বাধীনতা যুদ্ধে আপনারা প্রশ্নবিদ্ধ হয়েছেন এর আগে আপনারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিএনপির সঙ্গে ছিলেন। আপনারা ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন। আপনারা জাতীয় নির্বাচনকে বিলম্ব করার লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন এবং পিআর পদ্ধতির দাবি তুলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন।
Advertisement
সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মনির হোসেন আকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবীর লাবু, কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নুরুল ঈমান বাবুল, জেলা বিএনপির সদস্য শেখ হাসানুল কবির লীন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন তালুকদার কুমার প্রমুখ।
মো. তরিকুল ইসলাম/জেডএইচ/জেআইএম