আন্তর্জাতিক

প্লেন দুর্ঘটনার পর অফিসে পার্টি, এয়ার ইন্ডিয়া ভেঞ্চারের ৪ শীর্ষকর্তা বরখাস্ত

প্লেন দুর্ঘটনার পর অফিসে পার্টি, এয়ার ইন্ডিয়া ভেঞ্চারের ৪ শীর্ষকর্তা বরখাস্ত

ভারতের গুজরাটে এয়ার ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনায় দুই শতাধিক প্রাণহানির কয়েকদিনের মাথায় অফিসে পার্টি করে চরম সমালোচনার মুখে পড়েছে এয়ার ইন্ডিয়ার গেটওয়ে সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান এআইএসএটিএস। ঘটনার জেরে সংস্থার চার শীর্ষস্থানীয় কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং আরও কয়েকজনকে সতর্ক করা হয়েছে বলে জানা গেছে।

Advertisement

একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, এআইএসএটিএসের গুরগাঁও অফিসে কর্মীরা পার্টি করছেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। ভিডিওটি ছড়িয়ে পড়ে এমন এক সময়, যখন দেশটির মানুষ এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই১৭১ দুর্ঘটনায় প্রায় সব আরোহীর মৃত্যুতে শোকপালন করছিল।

ওই দুর্ঘটনায় প্লেনের অন্তত ২৭০ জন নিহত হন।

এআইএসএটিএসের একজন মুখপাত্র জানান, আমরা এআই১৭১ ফ্লাইটে প্রাণ হারানো পরিবারগুলোর পাশে রয়েছি এবং একটি অভ্যন্তরীণ ভিডিও নিয়ে গভীর অনুশোচনা প্রকাশ করছি। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই একে অনুপযুক্ত সময়ে উদযাপন হিসেবে দেখছেন।

Advertisement

মুখপাত্র আরও বলেন, এআইএসএটিএসে আমরা সহমর্মিতা, পেশাদারত্ব ও জবাবদিহিতায় বিশ্বাস করি। ভিডিওটি আমাদের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এবং যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে দৃঢ় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চারজন শীর্ষ কর্মকর্তাকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং আরও অনেককে সতর্ক করা হয়েছে।

এআইএসএটিএস হলো একটি যৌথ উদ্যোগ, যেখানে এয়ার ইন্ডিয়া লিমিটেড (টাটা গ্রুপের অংশ) এবং এসএটিএস লিমিটেড (গেটওয়ে সার্ভিস ও খাদ্য সরবরাহে কাজ করে এমন সংস্থা) প্রত্যেকে ৫০ শতাংশ করে মালিকানায় রয়েছে।

গত ১২ জুন লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের সীমানার ঠিক বাইরে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়। প্লেনটিতে মোট ২৪২ জন যাত্রী ছিলেন। মাত্র একজন যাত্রী দুর্ঘটনা থেকে বেঁচে যান।

Advertisement

সূত্র: এনডিটিভিকেএএ/