দেশজুড়ে

সরকার মবের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকার মবের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মব আগে থেকে অনেক কমে এসেছে। ধীরে ধীরে এটি থাকবে না।

Advertisement

শুক্রবার (২৭ জুন) বিকেলে উপমহাদেশের সবচেয়ে পুরোনো চারশ বছরের ঐতিহ্যবাহী ধামরাইয়ের রথ উৎসব উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এ সরকারের মূল লক্ষ্য। সংস্কারের মাধ্যমে এসব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে। সংস্কারের কাজ চলমান রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

রথযাত্রা উদ্বোধন শেষে রথখোলা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত প্রথমে রথ টেনে নেওয়া হয়। ৭ দিন পর ৫ জুলাই উল্টোরথের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে প্রায় এক মাসব্যাপী চলবে ঐতিহ্যবাহী মেলা।

মাহফুজুর রহমান নিপু/এমএন/এএসএম