মেহেরপুরের গাংনীর রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলীর বসতবাড়ির পরিত্যক্ত ঘর থেকে একটি পিস্তল ও তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়।
Advertisement
শুক্রবার (২৭ জুন) ভোরে যৌথবাহিনী এ অভিযান চালায়। এসময় পিস্তল ও ককটেল সম্পর্কে তথ্য নিতে জাফর আলীকে গাংনী আটক করে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
জানা গেছে, রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলীর এলাঙ্গি গ্রামের বাড়িতে ভোরে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় বাড়ির আঙিনা সংলগ্ন পরিত্যক্ত ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি ককটেল উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন হিসেবে জাফর আলীকে আটক করে গাংনী সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পিস্তল ও ককটেলের প্রকৃত মালিকানা যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। পরে অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য পিস্তল ও ককেটেলসহ জাফর আলীকে গাংনী থানা হেফাজতে নেওয়া হয়েছে।
Advertisement
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, এ বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ হলে পরবর্তী ব্যবস্থা কী হবে তা জানা যাবে।
আসিফ ইকবাল/এমএন/এএসএম