খেলাধুলা

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় কে কার মুখোমুখি

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় কে কার মুখোমুখি

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। ৩২ দল থেকে টিকে রয়েছে অর্ধেক। এই ১৬ দল লড়বে শেষ ষোলো বা নকআউট পর্বে। যেখানে রয়েছে বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ।

Advertisement

এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি বনাম তার সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) দ্বৈরথ। এছাড়া ইউরোপের আরেক হেভিওয়েট ম্যাচে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।

প্রথম পর্বে সবচেয়ে বড় চমক ছিল ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো ও ফ্ল্যামেঙ্গোর কাছে পিএসজি ও চেলসির হার। এছাড়া ইউরোপিয়ান দলগুলোর মধ্যে বিদায় নিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ, পোর্তো এবং সালজবুর্গ।

ব্রাজিল থেকে আসা চারটি ক্লাবের প্রতিটি শেষ ষোলো নিশ্চিত করলেও আর্জেন্টিনার দুটি শীর্ষ ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেট বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। কারা শেষ ষোলো নিশ্চিত করেছে এবং শেষ ষোলোয় কে কার মুখোমুখি, চলুন দেখে নেওয়া যাক এক নজরে।

Advertisement

শেষ ষোলোয় কে কার মুখোমুখি২৮ জুন: পালমেইরাস-বোতাফোগো (রাত ১০টা, ভেন্যু: ফিলাডেলফিয়া)২৮ জুন: বেনফিকা-চেলসি (রাত ২টা, ভেন্যু: শার্লট)২৯ জুন: পিএসজি-ইন্টার মিয়ামি (রাত ১০টা, ভেন্যু: আটলান্টা)২৯ জুন: ফ্ল্যামেঙ্গো-বায়ার্ন মিউনিখ ( রাত ২টা, ভেন্যু: মিয়ামি)

৩০ জুন: ইন্টার মিলান-ফ্লুমিনেন্স (রাত ১টা, ভেন্যু: শার্লট)১ জুলাই: ম্যানচেস্টার সিটি-আল হিলাল ( সকাল ৭টা, ভেন্যু: অরল্যান্ডো)১ জুলাই: রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস (রাত ১টা, ভেন্যু: মিয়ামি)২ জুলাই: বরুশিয়া ডর্টমুন্ড-মন্তেরই (সকাল ৭টা, ভেন্যু: আটলান্টা)

* বাংলাদেশ সময় অনুযায়ী।

এমএমআর/এমএস

Advertisement