পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে টাইগারদের আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
Advertisement
বাংলাদেশের টি-টোয়েন্টি একাদশে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার নাইম শেখ এবং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। নাইম প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন। ১৪ মাস পর একাদশে এসেছেন সাইফউদ্দিন।
তবে একাদশে নেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবং হার্ডহিটিং ব্যাটার জাকের আলী।
বাংলাদেশ একাদশতানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), নাইম শেখ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব।
Advertisement
শ্রীলঙ্কা একাদশপাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্ডো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফ্রে ভেন্ডারসে, মাহিশ থিকসানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্ডো।
এমএমআর/জেআইএম