জাতীয়

বাণিজ্য-বিনিয়োগে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন-কানাডা

বাণিজ্য-বিনিয়োগে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন-কানাডা

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৈচিত্র্যকরণ ও বিনিয়োগে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে চীন ও কানাডা। পাশাপাশি, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) মানবিক সহায়তায় অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছে দুই দেশ।

Advertisement

বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পৃথক বৈঠকে এমন আশ্বাস দেন চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে।

Advertisement

চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সরকারের বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মেডিকেল, ট্যুরিজম, পানি ব্যবস্থাপনা ইত্যাদি খাতে সহযোগিতার আশ্বাস দেন।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত চীনা বিনিয়োগ সম্মেলনের কথা উল্লেখ করে তিনি টেক্সটাইল, জ্বালানি, হালকা প্রকৌশলসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি চীনের রাজনৈতিক ও উন্নয়ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রোহিঙ্গা সংকটের তাৎক্ষণিক সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরে এ বিষয়ে চীনের সহায়তা চান এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামসহ জাতিসংঘে বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখার অনুরোধ জানান।

Advertisement

পরে বিকেলে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে বৈঠকে বাণিজ্য বৈচিত্র্যকরণ ও সহনশীলতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার প্রতি কানাডার সমর্থন পুনর্ব্যক্ত করেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকগুলোতে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. ফরহাদুল ইসলাম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শুক্রবার অনুষ্ঠেয় ৩২তম এআরএফ মন্ত্রীপর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

জেপিআই/ইএ