বিনোদন

রুপালি পর্দার রানীর ১০০ বছর, রং লেগেছে হলিউডে

রুপালি পর্দার রানীর ১০০ বছর, রং লেগেছে হলিউডে

প্রয়াত হলিউড আইকন মেরিলিন মনরো। অনেকে তাকে রুপালি পর্দার রানী বলেও সম্মানিত করেন। তার ১০০তম জন্মদিন সামনে রেখে শুরু হয়েছে এক বছরব্যাপী বর্ণাঢ্য আয়োজন। গত ১ জুন ছিল তার ৯৯তম জন্মবার্ষিকী। সেটি তেমন আলোচনায় না এলেও আসন্ন শতবর্ষ পালনের প্রস্তুতি এখন থেকেই রঙ ছড়াতে শুরু করেছে।

Advertisement

এই বিশেষ উপলক্ষে প্রকাশ পেয়েছে প্যানটোন মেরিলিন মনরো কালার প্যালেট। সেখানে থাকছে তার জীবন ও পরিচয়ের নানা দিককে তুলে ধরা ছায়া-রঙ। এর মধ্যে রয়েছে ‘স্টার হোয়াইট’, ‘হাই রিস্ক রেড’, ‘পিচ বাড’, ‘হট পিংক’ ও ‘ডাইনেস্টি পিংক’-এর মতো নাম।

২০১১ সালে মেরিলিন মনরোর নাম ও ছবির মালিকানা কিনে নেয়া অথেন্টিক ব্র্যান্ডস গ্রুপ জানিয়েছে, এই রঙপ্যালেট ব্যবহার করে পোশাক, গহনা, জুতা, প্যাকেজিংসহ নানা পণ্যে নতুন নকশা আনবে তারা। এতে যোগ দেবে ইতোমধ্যেই যুক্ত থাকা বিখ্যাত ব্র্যান্ডগুলোর পাশাপাশি নতুন আরও সহযোগী।

শুধু রঙেই নয়, মেরিলিন মনরোর জীবন ও কর্মকে ঘিরে থাকছে আরও নানা আয়োজন। ২০২৬ সালের ৩১ মে লস অ্যাঞ্জেলেসের একাডেমি মিউজিয়াম অব মোশন পিকচারসে শুরু হচ্ছে ‘মেরিলিন মনরো: হলিউড আইকন’ নামের বিশেষ প্রদর্শনী। এখানে থাকবে তার সিনেমার পোশাক, চিঠিপত্র, ফটোগ্রাফ ও ব্যক্তিগত সামগ্রী।

Advertisement

তবে শুধু প্রদর্শনী নয়, এই কিংবদন্তি অভিনেত্রীর জীবন নিয়ে তৈরি ‘মেরিলিন’ ব্যালে নাট্যরূপেও মঞ্চে ফিরছে। এটি প্রথম প্রদর্শিত হয় চলতি বছরের এপ্রিলে, যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে। ২০২৬ সালের এপ্রিল মাসে এটি প্রদর্শিত হবে টালসা শহরে।

অথেন্টিক ব্র্যান্ডসের বিনোদন বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডানা কার্পেন্টার জানান, ‘মেরিলিন শুধুই রূপসী নায়িকা ছিলেন না, তিনি ছিলেন একজন সচেতন কর্মী, একজন আত্মপ্রতিষ্ঠিত নারী এবং দারুণ বুদ্ধিমতী। আমরা তার এই বহুস্তর বিশিষ্ট পরিচয়কে সামনে আনতে চাই।’

‘হাই রিস্ক রেড’ নামের গাঢ় লাল রঙটি যেমন তার সাহসী ও শক্তিশালী চরিত্রের প্রতীক, ঠিক তেমনই ‘পিচ বাড’ রঙটি তুলে ধরে তার নর্মা জিন পরিচয়ের সময়কার কোমল দীপ্তিময় সৌন্দর্য। এছাড়াও তার ‘পিলোকেস হোয়াইট’ চুল এবং সৌন্দর্যচিহ্ন থেকে অনুপ্রাণিত হয়ে এসেছে কালো ও সাদা রঙ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছিলেন কারখানার শ্রমিক। পরে নিজেই প্রতিষ্ঠা করেন প্রযোজনা সংস্থা। সেই আত্মপ্রতিষ্ঠার গল্পকেও সামনে আনার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

Advertisement

মেরিলিন মনরোর জন্মনাম নর্মা জিন মর্টেনসন। ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ৩৬ বছর বয়সে ১৯৬২ সালে মৃত্যুবরণ করেন। তার জীবন, সংগ্রাম ও অর্জনকে ঘিরেই সাজানো হচ্ছে এই এক বছরের শতবর্ষ উদযাপন।

এলআইএ/জিকেএস