রাজবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে মারধরের অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতিসহ ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী।
Advertisement
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয় থেকে তাদের আটকের পর সদর থানায় হস্তান্তর করা হয়।
আটকরা হলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী, পাংশার নারায়ণপুর এলাকার রিয়াজুদ্দিন আহম্মদের ছেলে মো. রুহুল আমিন, শেখপাড়ার বদরউদ্দিন বিশ্বাসের ছেলে মো. বাচ্চু বিশ্বাস, রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার রওশন আলী শিকদারের ছেলে মামুন শিকদার, মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ফরিদ হোসেন ও রেজাউল করিম পিন্টুর ছেলে মো. শিশির করিম।
এ বিষয়ে জানতে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
Advertisement
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে ঢুকে সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে মারধর ও লাঞ্চিত করার অভিযোগ উঠে আটকদের বিরুদ্ধে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
রুবেলুর রহমান/জেডএইচ/জিকেএস