স্ত্রীর ভালোবাসা যেভাবে বোঝেন স্বামীঅনেকদিন পর শহর থেকে গ্রামে এসেছে শহীদ। এসে দেখা হলো পুরোনো বন্ধুর সঙ্গে। গল্প করছে নানান বিষয় নিয়ে। শহীদ তার গ্রামের বন্ধু রাব্বিকে জিজ্ঞেস করলো—শহীদ: দোস্ত, মেয়েদের ভালোবাসা বুঝিস?রাব্বি: বুঝি তো!শহীদ: কীভাবে বুঝিস?রাব্বি: গরুটার চোখে তাকালেই বুঝি সে খেতে চায় ঘাস, আর গিন্নির চোখে তাকালেই বুঝি মার খেতে চলেছি!
Advertisement
****
বিপজ্জনক চরিত্র চেনার উপায়ভারতীয় টিভি সিরিয়ালে আসক্ত নান্টুর স্ত্রী। বিরক্ত হয়ে একদিন নান্টু জানতে চাইলো—নান্টু: এই সিরিয়াল দেখে দেখে তুমি আসলে কী শিখেছ? আমাকে বলতে পারবে?স্ত্রী: আর কিছু না হোক, একটা জিনিস শিখতে পেরেছি।নান্টু: কী সেটা?স্ত্রী: তা হচ্ছে- যার কপালে যত বড় টিপ থাকে; সেই চরিত্রটি তত বেশি বিপজ্জনক।
****
Advertisement
চিকিৎসক যখন হবু বউয়ের হাত ধরেএক চিকিৎসক বিয়ে করতে গিয়েছেন। তিনি খুব ভুলো মনের।বিয়ের সময়ে পুরোহিত যখন মন্ত্র পড়াতে পড়াতে ওঁর হাতে হবু স্ত্রীর হাত তুলে দিলেন, উনি স্ত্রীর নাড়ি টিপে ধরে বললেন, খুব উত্তেজিত মহিলা তো। তার পরে বললেন, জিভ দেখি।
কেএসকে/এএসএম