দেশজুড়ে

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শামীমা আক্তার আঙ্গুরি (৩৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার শারসাকান্দি রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত শামীমা বেগম উপজেলার শারসাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ওই গ্রামের আরশাফ শেখের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খুলনা থেকে থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি স্বামী-স্ত্রীর মধ্যে হয়ত কোনো বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। এরই জের ধরে ওই শিক্ষিকা ট্রেনের নিচে কাটা পড়ে আত্মহত্যা করেন। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেল পুলিশের কর্মকর্তারা এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এন কে বি নয়ন/এমএন/এএসএম