বিনোদন

কেন সবার চেয়ে আলাদা শাহরুখের পাসপোর্ট

কেন সবার চেয়ে আলাদা শাহরুখের পাসপোর্ট

এক দেশ থেকে আরেক দেশে যাতায়াতে পাসপোর্ট অপরিহার্য। ভারতের সাধারণ নাগরিকদের হাতে থাকে নীল রঙের পাসপোর্ট। কিন্তু বলিউড সুপারস্টার শাহরুখ খানের পাসপোর্টের রঙ মেরুন। যা দেখে অনেকেই অবাক হন।

Advertisement

আসলে মেরুন রঙের পাসপোর্ট সচরাচর কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কিংবা বিশেষ সম্মানপ্রাপ্ত ব্যক্তিদের প্রদান করা হয়। আবার যারা সরকারি কাজে বিদেশে যান তাদের সাদা পাসপোর্ট থাকে। সরকারি কর্তা, আমলা যাদের ঘন ঘন বিদেশ যেতে হয় তারা সাদা রঙের পাসপোর্ট পান। শাহরুখ খান সরকারি আমলাও নন, কূটনীতিকও নন। তবে তার পাসপোর্ট মেরুন কেন?

জানা গেছে, ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য সরকার বিশেষ সম্মান জানিয়ে তাকে এই ধরনের পাসপোর্ট দিয়েছেন। তবে এটি নিয়ে এখনো সরকারিভাবে নিশ্চিত কোনো বিবৃতি পাওয়া যায়নি।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খানের কাছে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা রয়েছে। যা তাকে সেই দেশে দীর্ঘমেয়াদি বসবাস ও যাতায়াতের বিশেষ সুবিধা দেয়।

Advertisement

এই বিশেষ ধরনের পাসপোর্ট থাকলে আন্তর্জাতিক সফরের সময় ইমিগ্রেশন ক্লিয়ারেন্স লাগে না। যা একজন তারকার জন্য অনেকটাই সময় ও হয়রানি বাঁচায়। এমন সুবিধা ভারতে হাতে গোনা কিছু বিশিষ্ট ব্যক্তি পান। তাদের মধ্যে শাহরুখ একজন। তালিকায় আছেন ভারতের আরও বেশ কয়েকজন তারকাও।

এলআইএ/জেআইএম