চাঁদপুরে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য কোটি টাকা।
Advertisement
শুক্রবার (১১ জুলাই) সকালে এ তথ্য জানান সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা সকালে শহরের পুরান বাজারে অভিযান পরিচালনা করে। এসময় শ্রমিকরা ভ্যানে বহন করা অবস্থায় কারেন্টজালগুলো জব্দ করে।
দুপুরে জব্দকৃত প্রায় ৬ লাখ মিটার জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পোড়ানো হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।
Advertisement
জালগুলো বিক্রির জন্য বাজারের কোনো ব্যবসায়ীর গোডাউনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলো। তবে কেউ মালিক দাবি না করায় জড়িতদের আটক করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা।
শরীফুল ইসলাম/এমএন/এএসএম