সাতক্ষীরা জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ বলেছেন, মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে আমরা সিদ্ধান্ত নিলাম, সাতক্ষীরার প্রতিটি প্রতিষ্ঠানের ডোপ টেস্ট করা হবে। তাহলেই মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস সফল হবে।
Advertisement
বৃহস্পতিবার (২৬ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।
আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো আ. সালাম।
Advertisement
শিশু একাডেমি সাতক্ষীরার শিশু বিষযক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, এডিএম রিপন বিশ্বাস, অধ্যাপক মোজাম্মেল হক, সাংবাদিক শাহ জাহান আলী মিটন, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন ইমু প্রমুখ।
আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম