দেশজুড়ে

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার-জিপিএ-৫ কমেছে

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার-জিপিএ-৫ কমেছে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাশের হার ও জিপিএ-৫ কমেছে। শতভাগ পাসকরা স্কুলের সংখ্যাও বেড়েছে। এবার জিপিএ-৫ কম পেয়েছে ১৫ হাজার ৬২ জন। ফেল করেছে ৬০ হাজার হাজার ৮৮ জন।

Advertisement

ফলাফলের পরিসংখ্যানে জানানো হয়, এবারে এ বোর্ডের অধীনে আট জেলার দুই হাজার ৭৮২ টি প্রতিষ্ঠানে এক লাখ ৮২ হাজার ২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে এক লাখ ২২ হাজার ৩৪ জন পরীক্ষার্থী পাস করে। পাশের হার ৬৭.৩ শতাংশ। ফেল করেছে ৬০ হাজার ৮৮ জন। এ বোর্ড থেকে ১৫ হাজার ৬২ জন জিপিএ-৫ পেয়েছে। যা গত বারের চেয়ে তিন হাজার ৪৩ জন কম।

জিপিএ-৫ পাওয়া ১৫ হাজার ৬২ জনের মধ্যে ছাত্রী সাত হাজার ৫৪৬ জন এবং ছাত্র পেয়েছে ৭ হাজার ৫১৬ জন।

এবারের পরীক্ষায় ৫৯ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। যা গত বার ছিল ৬৬ জন। শতভাগ পাস করেছে ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী। যা গত বার ছিল ৭৭টি। সে হিসেবে শতভাগ পাশের স্কুলের সংখ্যা ২৯ টি কমে গেছে। এবারে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। যা গত বার ছিল চারটি।

Advertisement

শিক্ষাবোর্ডের পরিসংখ্যান হিসেবে গত ৯ বছরের মধ্যে এবারের ফলাফল সবচেয়ে খারাপ। ২০১৭ সালে ৮৩ দশমিক ৯৮, ২০১৮ সালে ৭৭ দশমিক৬২, ২০১৯ সালে ৮৪ দশমিক ১০, ২০২০ সালে ৮২ দশমিক ৭৩, ২০২১ সালে ৯৪ দশমিক ৮০, ২০২২ সালে ও ২০২৩ সালে ৮১ দশমিক ১৬ ও ৭৬ দশমিক ৮৭, ২০২৪ সালে ৭৮ দশমিক ৪৩ শতাংশ পাস করেছিল। এবার ২০২৫ সালে পাশের হার ৬৭ দশমিক ৩ শতাংশ। যা গত বারের চেয়ে ১১ দশমিক ১৩ শতাংশ কম।

২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ১০৫ জন। এবার পেয়েছে ১৫ হাজার ৬২ জন। যা গত বারের চেয়ে ৩ হাজার ৪৩ জন কম। সব বিভাগ মিলে মেয়েরা ছেলেদের চেয়ে ভাল করেছে।

এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম

Advertisement