বিনোদন

পাকিস্তানে মুক্তি পাচ্ছে দিলজিতের সিনেমা, ভারতে বয়কটের ডাক

পাকিস্তানে মুক্তি পাচ্ছে দিলজিতের সিনেমা, ভারতে বয়কটের ডাক

দিলজিৎ দোসাঞ্জ এখন তার নতুন পাঞ্জাবি কমেডি সিনেমা ‘সর্দার জি ৩’ এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি নিয়ে লাগাতার বিতর্কের কারণে ব্যাপক ট্রোলের মুখে পড়েছেন তিনি। কিছুদিন আগে সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে। এতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এবং আরও কয়েকজন পাকিস্তানি অভিনেতাকে দেখা গেছে। ফলে ভারতের মানুষের মনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Advertisement

দিলজিৎ দোসাঞ্জের ‘সরদার জি ৩’ ২৭ জুন পাকিস্তানে মুক্তির সিদ্ধান্ত ভারতজুড়ে ভক্তদের হতবাক ও হতাশ করেছে। দিলজিতের এ সিদ্ধান্তকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন তারই ভক্ত-অনুরাগীরা। সিনেমার ট্রেলার প্রকাশের পরপরই লাহোর, করাচি, ইসলামাবাদ, ফয়সালাবাদ এবং শিয়ালকোটের মতো পাকিস্তানের শহরগুলোর সিনেমা হলের তালিকার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এ তালিকা নিশ্চিত করে যে ‘সর্দার জি ৩’ সীমান্তের ওপারের প্রেক্ষাগৃহেও দেখানো হবে। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ দিলজিতের ভারতীয় সমর্থকরা। পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ছাড়াও, সেই ভারতের অভিনেতা নাসির চিনিয়োতি, ড্যানিয়েল খাওয়ায়ার এবং সেলিম আলবেলা রয়েছেন সিনেমায়।

চলতি বছরের ২২ এপ্রিল ভারতের পহেলগাঁমে জঙ্গি হামলার পর শোনা গেছে, এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ছবি থেকে সরিয়ে দেওয়া হবে। তবে ট্রেলারে হানিয়ার উপস্থিতি সেই গুঞ্জনকে থামিয়ে দিয়েছে।

পহেলগাঁমে হামলার পর ভারতীয় চলচ্চিত্র সংস্থা, বিশেষ করে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করার ব্যাপারে কঠোর অবস্থান নেয়। ফলে ‘এফডব্লিউআইসিই’ সিনেমাটি এবং দিলজিতের বিরুদ্ধে বয়কটের দাবি জানিয়েছে।

Advertisement

কেবল ভারতেই নয়, বিদেশেও দিলজিতের ভালো ফ্যান ফলোয় রয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করা এবং সেই সিনেমার প্রচার অব্যাহত রাখার জন্য তাকে প্রচুর ট্রোল করা হচ্ছে। ইনস্টাগ্রামে দিলজিতের সাম্প্রতিক পোস্টে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এবং তাকে বয়কটের দাবি তুলেছে।

আরও পড়ুন মেট গালাতে গিয়েও রসিকতা করলেন দিলজিৎ  পাকিস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয়, দিলজিতের ‘সর্দার ৩’ বয়কটের ডাক 

এ প্রসঙ্গে এক নেটিজেন লিখেছেন, ‘লজ্জা করুন দিলজিৎ’। অন্য একজন লিখেছেন, ‘সর্দার জি থ্রি’ সিনেমাটি বয়কট করুন সবাই’। অনুরাগী হারানোর কথা বলে একজন লিখেছেন, ‘দেশ আগে। আপনি আজ একজন ভক্ত হারালেন।’ এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা চলছে।

এমএমএফ/জিকেএস

Advertisement