ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির দুই দিন পর ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ চীনে দুই দিনের সফরে গেছেন।
Advertisement
বিবিসি পার্সিয়ান সার্ভিস জানিয়েছে, সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এবং চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা ও আলোচনা করতে চীন সফর করছেন তিনি।
এমন এক সময়ে তার এই সফর হচ্ছে, যখন ইরানের সামরিক ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর সমালোচনা বাড়ছে। ইসরায়েলি আক্রমণের প্রথম ঘণ্টায় দেশটি কীভাবে সহজেই তার আকাশের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল তা নিয়ে প্রশ্ন উঠছে।
এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এলিট শাখা কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি জীবিত আছেন। সম্প্রতি তেহরানে একটি জনসমাবেশে তাকে প্রকাশ্যে দেখা গেছে। ওই সময়ের ছবি ও ভিডিও বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রচার করা হয়েছে। খবর আলজাজিরার।
Advertisement
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির ধারণকৃত এবং আল জাজিরার শেয়ার করা একটি ভিডিও ক্লিপে দেখা গেছে যে, ইরানের রাজধানীর কেন্দ্রস্থলে একটি সমাবেশের সময় বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছেন ইসমাইল কানি।
ইরানের ইংরেজি ভাষার রাষ্ট্রীয় প্রচার মাধ্যম প্রেস টিভিতে পোস্ট করা একই রকম একটি ভিডিওতেও কানিকে দেখানো হয়েছে। তিনি প্রয়াত কমান্ডার কাসেম সোলাইমানির উত্তরসূরি। কাসেম সোলাইমানি ২০২০ সালে ইরাকে মার্কিন হামলায় নিহত হন।
এর আগে ইসরায়েল দাবি করেছিল যে, গত ১৩ জুন ইরানে হামলা শুরুর পর দেশটির সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক নেতাদের লক্ষ্য করে ধারাবাহিক হত্যাকাণ্ডের সময় তারা কানিকে হত্যা করেছে।
টিটিএন
Advertisement