দিনাজপুরের হিলিতে অবৈধভাবে মজুত করা চান ও চালের আড়তে অভিযান চালিয়ে তিন গুদাম সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
বুধবার (২৫ জুন) বিকেল পৌনে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান চলে। হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মেসার্স মাইক্রো গ্রেইন নামের একটি প্রতিষ্ঠানের তিনটি গুদাম সিলগালা করা হয়।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব থাকা সোহেল আহম্মেদ ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও বলেন, খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বেআইনি মজুতের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে গুদামে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ১ হাজার ৯৩৩ মেট্রিক টন ধান, ২৭১ মেট্রিক টন আমদানিকৃত চাল ও ৪৭ মেট্রিক টন মসুর ডাল মজুতের অপরাধে গুদামগুলো সিলগালা করা হয়েছে। খাদ্য বিভাগের পক্ষ থেকে হাকিমপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
Advertisement
মো. মাহাবুর রহমান/এমএন/এএসএম