অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে তিনজন শিশু ও চারজন নারী।
Advertisement
বুধবার (২৫ জুন) মহেশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সি ইমদাদুর রহমানে রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন, ভোলার মনপুরা থানার আন্দিরপাড় গ্রামের বনমালী দাসের ছেলে সুশীল চন্দ্র দাস (৩৩), যশোরের শার্শা থানার ছোট কলোনি গ্রামের দেলোয়ার প্রধান (৬৬), একই জেলার মনিরামপুর থানার পাঁচকাটিয়া গ্রামের অধীর কুমার মণ্ডলের ছেলে সমীর মণ্ডল (৪০), যশোর কোতোয়ালি থানার দহিতলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে মোস্তফা হোসেন (২৪) ও চুয়াডাঙ্গার জীবননগর থানার ধান্যখোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে আহম্মেদ আলী (৩৩)।
বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ানের অধীন খোসালপুর, কুসুমপুর ও পলিয়ানপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে পৃথক অভিযান চালায়। অভিযানকালে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দুই দেশে প্রবেশের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়।
Advertisement
এছাড়া বেনীপুর বিওপির পৃথক অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ কাশেদ আলী (২৫) নামে একজনকে আটক করা হয়। কাসেদ আলী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের কামাল হোসেনের ছেলে।
অপরদিকে যাদবপুর বিওপির অপর এক মাদক বিরোধী অভিযানে ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। আটকদের মহেশপুর ও জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটকদের মধ্যে দুজনকে জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া অপর চারজন পুরুষের নামে মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। অন্যান্য আটকদের জীবননগর থানায় সোপর্দ করেছে বিজিবি।
শাহজাহান নবীন/আরএইচ/জেআইএম
Advertisement