স্বাস্থ্য

দুই বছরে ২১ ক্যান্সার রোগীর সফল অস্ত্রোপচার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বোনম্যারো ট্রান্সপ্লান্টটেশন ইউনিটে গত দুই বছরে ২১ জন ক্যান্সার রোগীর সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তারা সকলেই সুস্থ রয়েছেন।`বোনম্যারো ট্রান্সপ্লান্ট : সাফল্যের দুই বছর` উপলক্ষে ঢামেকের হেমাটোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. এম এ খান তিনি এ তথ্য জানান।অধ্যাপক এম এ খান জানান, এ রোগের রোগীদের আনুমানিক পাঁচ লাখ টাকা খরচ করতে হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় যা খুবই কম। সংবাদ সম্মেলনে ঢামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মিজানুর রহমান ও সহকারী পরিচালক ডা. খাজা আবদুল গফুরসহ অন্যান্যরা উপস্থিত আছেন।উল্লেখ্য, ২০১৩ সালের ২২ অক্টোবর এ ইউনিটের উদ্বোধন হয়। প্রথম বোনম্যারু ট্রান্সপ্লান্ট করা হয় ২০১৪ সালের ১০ মার্চ।এমইউ/বিএ/আরআইপি

Advertisement