প্রকাশিত হতে যাচ্ছে কথাসাহিত্যিক ও কবি নুসরাত সুলতানার প্রথম উপন্যাস ‘রাতের হাতে দিনের তসবিদানা’। বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য। প্রচ্ছদ করেছেন সেলিম হোসেন সাজু। এটি লেখকের নবম বই।
Advertisement
উপন্যাস সম্পর্কে কথাসাহিত্যিক জাকির তালুকদার লিখেছেন, ‘এ উপন্যাসে পাঠক আরেকবার অনুভব করতে পারবেন, একাত্তর একই সাথে কষ্টিপাথর এবং পরশপাথর। সেই পরশপাথর তৈরি করেছিল কুদ্দুস মোল্লা, সৈজুদ্দির মতো হাজার হাজার স্বর্ণহৃদয়ের মানুষ। কিন্তু সোনার মানুষগুলো মুক্তিযুদ্ধজয়ের পরে কেন নিজেদের ভূমিকা পালন করতে পারে না?’
তিনি লিখেছেন, ‘উত্তর খুঁজতে গ্রিক মহাকাব্যের দেবতাদের নির্ধারিত নিয়তির মতো অমোঘ একটি বিষয় লেখক খুঁজে বের করেছেন এ উপন্যাসে। তা হচ্ছে আমাদের অসুস্থ আর্থ-সামাজিক কাঠামো। নুসরাত সেই অসুস্থতা তত্ত্ব দিয়ে নয়, দেখিয়েছেন সংশ্লিষ্ট অসংখ্য মানুষের কার্যকারণ দিয়ে।’
আরও পড়ুনএভারেস্ট জয়ী শাকিলের বই ‘গোমতী থেকে হিমালয়’বাঘ ও দৈত্য: রাইদাহ গালিবার বিস্ময়কর সৃষ্টিনুসরাত সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সিভিলিয়ান স্টাফ অফিসার হিসেবে কর্মরত। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখালেখি করছেন।
Advertisement
তার প্রকাশিত বইসমূহ—কবিতা: ছায়া সহিস (২০১৯), গহিন গাঙের ঢেউ (২০২০), মহাকালের রুদ্র ধ্বনি (২০২২)। পত্রকাব্য: পায়রার পায়ে আকাশের ঠিকানায় (২০২১)। গল্পগ্রন্থ: মৌতাত (২০২২), নাচের শহর রূপেশ্বরী (২০২৪)। স্মৃতিগদ্য: ফিরে দেখা কৃষ্ণচূড়া (২০২৫)।
এসইউ/জেআইএম