দেশজুড়ে

কানসাট বাজারে থাইল্যান্ডের ‘চিয়াংমাই’ আম, কেজি ১৭৫ টাকা

দেশের সবচেয়ে বড় আম এখন চাঁপাইনবাবগঞ্জের কানসাটে। থাইল্যান্ডের চিয়াংমাই নামের এই আম কানসাট আমবাজারে বিক্রি হচ্ছে সাত হাজার টাকা মণ দরে (কেজি ১৭৫ টাকা)। নতুন জাতের এ আম দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।

Advertisement

থাইল্যান্ডের এই আম কানসাট বাজারে এনেছেন শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের বসন্তপুর গ্রামের চাষি কবির হোসেন।

কবির হোসেন বলেন, চলতি মৌসুমে দুই বিঘা জমিতে চিয়াংমাই আম চাষ করেছি। এই আম দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি খেতেও সুস্বাদু।

তিনি আরও বলেন, ‘সকালে এক ভ্যান চিয়াংমাই আম নিয়ে কানসাট বাজারে এসেছি। সবাই দেখে অবাক হয়েছেন। অনেকে এসে ছবি তুলে নিয়ে যাচ্ছেন। এই আমের দাম চাচ্ছি সাত হাজার টাকা মণ। ক্রেতারা সাড়ে ছয় হাজার টাকা করে দাম বলেছেন।’

Advertisement

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, ‘চিয়াংমাই আম থাইল্যান্ডের বিখ্যাত একটি জাত। আমাদের দেশে এটি এখনো নতুন। চাষিরা ব্যক্তিগতভাবে চাষ শুরু করেছেন। এই জাতের আম যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও সুস্বাদু। এই আম বাণিজ্যিকভাবে চাষ করা হলে চাষিরা লাভবান হবেন।’

কানসাট বাজারে এখন আম্রপালি, ফজলি, আশ্বিনা, বারি-৪, ব্যানানা ম্যাংগোসহ ৭-৮ জাতের আম বিক্রি হচ্ছে।

সোহান মাহমুদ/এসআর/এমএস

Advertisement