দেশজুড়ে

সুন্দরবনের অভয়ারণ্যে জেলের মৃত্যু, সহকর্মীদের দাবি ‘স্ট্রোক’

সুন্দরবনের অভয়ারণ্যে জেলের মৃত্যু, সহকর্মীদের দাবি ‘স্ট্রোক’

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরতে গিয়ে মোস্তফা সরদার (৪৭) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (১১ জুলাই) রাতে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনের নোটাবেঁকী এলাকার ইলিশিমারি খালে এ ঘটনা ঘটে। পরদিন সকালে সহকর্মীরা তার মরদেহ লোকালয়ে নিয়ে এলে বিষয়টি জানাজানি হয়।

মৃত মোস্তফা সরদার খুলনার কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম নওশের সরদার।

মোস্তফার সহকর্মী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের ইউসুফ আলী জানান, ৪-৫ দিন আগে তারা একসঙ্গে সুন্দরবনে মাছ ধরতে যান। শুক্রবার বিকেলে বন বিভাগের নিষিদ্ধঘোষিত অভয়ারণ্য এলাকায় জাল ফেলছিলেন তারা। এসময় বন বিভাগের স্মার্ট প্যাট্রোল টিম সেখানে অভিযান চালায়। টিমটি উপস্থিত হলে তারা ভয়ে সুন্দরবনের আরও গভীরে ঢুকে পড়েন। তখন বন বিভাগের সদস্যরা তাদের মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করে নিয়ে যান।

Advertisement

ইউসুফের ভাষ্য অনুযায়ী, নৌকা জব্দ হওয়ার কিছুক্ষণ পর মোস্তফা সরদার হঠাৎ অসুস্থতা বোধ করেন এবং মাটিতে বসে পড়েন। তার ধারণা, মোস্তফা সরদার স্ট্রোক করেছিলেন।

ইউসুফ আলী বলেন, ‘আমি তখন তাকে এক জায়গায় বসিয়ে রেখে নদীর ধারে গিয়ে আশপাশে কোনো নৌকা খুঁজতে থাকি। পরে অন্য জেলেদের একটি নৌকা পেয়ে তাদের সঙ্গে নিয়ে ফিরে আসি। গিয়ে দেখি, মোস্তফা আর জীবিত নেই।’

পরে রাতভর ওই নৌকাতেই মরদেহ বহন করে শনিবার সকালে লোকালয়ে পৌঁছান তারা।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জার এবিএম হাবিবুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘আমরা খবর পেয়েছি, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়ে এক জেলের স্ট্রোক করে মৃত্যু হয়েছে। তবে সঠিক কোন এলাকায় ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

Advertisement

আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম