পাহাড়ধসে পাঁচদিন ধরে মিরসরাই-ফটিকছড়ি সড়ক বন্ধ রয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার ঝরঝরি মাজার সংলগ্ন এলাকায় পাহাড়ধসে সড়কে মাটি জমে যায়। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
Advertisement
সরেজমিনে দেখা যায়, সড়ক দিয়ে থেমে থেমে জরুরি প্রয়োজনে অল্প কিছু সিএনজিচালিত অটোরিকশা আর মোটরসাইকেল চলছে। অটোরিকশা থেকে যাত্রীরা নেমে ঠেলে মাটি পার হতে হচ্ছে তাদের।
লেবু চাষি আলাউদ্দিন জানান, পাঁচদিন পার হয়ে গেলেও সড়ক ও জনপদ বিভাগের লোকদের দেখা মেলেনি। অন্য দেশ হলে সঙ্গে সঙ্গে এটির সমাধান করতো। কিন্তু পাঁচদিনেও এর সমাধান হয়নি।
সীতাকুণ্ড-ফটিকছড়ি (অতিরিক্ত) সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহান বলেন, ‘বৃষ্টির জন্য কাজ করা যাচ্ছে না। আজ রাতে এস্কেভেটর সেখানে পৌঁছাবে। কাল সকাল নাগাদ কাজ শুরু হবে।
Advertisement
এম মাঈন উদ্দিন/আরএইচ/জেআইএম