খেলাধুলা

৩৮তম জন্মদিনে দেখে নিন মেসির গোলের পরিসংখ্যান

৩৮তম জন্মদিনে দেখে নিন মেসির গোলের পরিসংখ্যান

লিওনেল মেসি একজন আর্জেন্টাইন কিংবদন্তি। পেলে না ম্যারাডোনা, কে সেরা? এই প্রশ্নের সমাধানও সম্ভবত করে দিয়েছেন মেসি। অসাধারণ প্রতিভা, ফুটবল মাঠে খেলতে নামলে যেন সবুজ গালিচায় ছবি আঁকেন। নামের পাশে রয়েছে ফিফা বিশ্বকাপ, বার্সার হয়ে দুটি ট্রেবল জয় এবং ব্যক্তিগত সেরার পুরস্কার আটটি ব্যালন ডি'অর।

Advertisement

যদিও সর্বশেষ ম্যাচে - পালমেইরাসের সঙ্গে ২-২ গোলে ড্র করে তার ক্লাব ইন্টার মিয়ামি। যেখানে তিনি কোনও গোল করতে বা কোনও অ্যাসিস্ট করতে পারেননি - মনে রাখার মতো কোনও পারফর্ম্যান্সও ছিল না।

তবুও মাঠে তার উপস্থিতি প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ক্যারিয়ারে পার্থক্য তৈরি করেছে। আন্তর্জাতিক স্তরে, তিনি আর্জেন্টিনার রেকর্ড গোলদাতা। ২০১৪ সালে বিশ্বকাপে যন্ত্রণাদায়কভাবে মিস করার পর, তিনি তিন বছর আগে কাতারে দলকে তৃতীয় এবং তার প্রথম বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন।

৩৮তম জন্মদিনে জাগোনিউজের পাঠকদের জন্য পরিবেশন করা হলো মেসির ক্যারিয়ারে গোলের পরিসংখ্যান।

Advertisement

ক্লাব ফুটবলে মেসি

ক্লাব

ম্যাচ

গোল

Advertisement

অ্যাসিস্ট

এফসি বার্সেলোনা

৭৭৮

৬৭২

৩০৩

পিএসজি

৭৫

৩২

৩৫

ইন্টার মিয়ামি

৬২

৫০

২৪

আর্জেন্টিনার হয়ে মেসির পরিসংখ্যান

প্রতিযোগিতা

ম্যাচ

গোল

অ্যাসিস্ট

বিশ্বকাপ বাছাই

৭১

৩৪

১৪

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

৫৬

৫১

১৯

কোপা আমেরিকা

৩৯

১৪

১৮

ফিফা বিশ্বকাপ

২৬

১৩

ফাইনালিসিমা

মোট

১৯৩

১১২

৬১

ক্লাব ফুটবল প্রতিযোগিতায় মেসির পরিসংখ্যান

প্রতিযোগিতা

ম্যাচ

গোল

 অ্যাসিস্ট

লা লিগা

৫২০

৪৭৪

২১৬

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

১৬৩

১২৯

৪৫

কোপা ডেল রে

৮০

৫৬

৩৬

লিগ ওয়ান

৫৮

২২

৩১

এমএলএস

৩৮

৩১

১৭

সুপার কোপা ডি এস্পানা

২০

১৪

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ

১০

ফিফা ক্লাব বিশ্বকাপ

লিগ কাপ

১০

উয়েফা সুপার কাপ

এমএলএস কাপ প্লে অফ

কোপা ডি ফ্রান্স

ইউএস ওপেন কাপ

ট্রফি ডেস চ্যাম্পিয়ন্স

মেসির এই পরিসংখ্যান থেকে তার যুব ক্যারিয়ারকে (লা মাসিয়ায়) বাদ দেয়া হয়েছে

আইএইচএস/