চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ না হওয়ায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেছেন স্থানীয়রা। দীর্ঘদিনেও সড়কটি নির্মাণ না হওয়ায় ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করেন তারা।
Advertisement
রোববার(১৩ জুলাই) দুপুর ৩টার দিকে সদর উপজেলার চর দেবিনগরের মরা নদী সংলগ্ন সড়কে স্থানীয়রা এ কর্মসূচি পালন করেন।
সরেজমিনে দেখা যায়, সড়কে হাঁটু পানি। কাদায় ডুবে আছে। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হয় কাঁধে তুলে। স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের প্রতিদিন পাড়ি দিতে হয় দুর্ভোগের পথ। মাঝেমধ্যে বই-খাতা নিয়ে পিছলে পড়ে যায়। নিরুপায় হয়ে বাড়ি ফিরে যেতে হয়। কৃষকেরা তাদের ফসল নিউ বাজার যেতে পারে না কাদার কারণে।
স্থানীয় বাসিন্দা তৌহিদ আলম বলেন, ‘ইউনিয়নের গোলাম মোহাম্মদ আলী মোড় থেকে কামার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক। কিন্তু সারাদেশে উন্নয়নের ছোঁয়া লাগলেও এই এলাকায় উন্নয়ন হয়নি। রাস্তাজুড়ে তৈরি হয়েছে গর্ত। কাদা, হাঁটু পানি। ফলে এ এলাকার প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।’
Advertisement
আলি হাসান নামের আরও একজন বলেন, ‘দীর্ঘদিন ধরে এলাকার মানুষ অবহেলিত। অল্প বৃষ্টি হলেই ঘরের বাইরে যাওয়ার উপায় নাই। ঘরের ভেতরে বসে থাকতে হয়। কারণ রাস্তায় হাঁটু পানি কাদা। সে ক্ষেত্রে ফসলে জমে থেকে ফসল তুলে বাসাই আনতে পারি না আমরা।’
ইমাম হোসেন নামের আরও এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘পাঁচ কিলোমিটার সড়কের মধ্যে অন্তত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পায়ে হেঁটে স্কুলে যায়। কারণ স্কুলের সঙ্গে নেই সংযোগ সড়ক। যে সড়কগুলো রয়েছে। সবগুলোর রাস্তায় হাঁটু পানি জমে থাকে, দেখলে মনে হবে ধান ক্ষেত।’
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুর রহমান বলেন, ‘আমি এলাকাবাসীর জন্য অনেকবার এলজিইডি কার্যালয়ে জানিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। এ পাঁচ কিলোমিটার সড়ক নির্মাণ হলে ভোগান্তি ঘুচবে প্রায় ৩০ হাজার মানুষের।’
উপজেলার দেবিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান বলেন, ‘এ পাঁচ কিলোমিটার সড়ক এখনো অবহেলিত। তবে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত এ রাস্তা নির্মাণ কাজ শুরু হবে।
Advertisement
সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস