দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দ পাওয়া নিয়ে টানাটানি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নাগরিক ঐক্য। তবে সবার আগে এই প্রতীক বরাদ্দ চাওয়ায় নির্বাচন কমিশন (ইসি) নাগরিক ঐক্যকে প্রতীকটি বরাদ্দ দেবে বলে আশাবাদী দলটির নেতাকর্মীরা।
Advertisement
মঙ্গলবার (২৪ জুন) ইসি সূত্রে জানা যায়, নিবন্ধন পেতে আগ্রহী দুটি দল শাপলা প্রতীক প্রথম পছন্দ হিসেবে উল্লেখ করেছে।
নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক মহিদুজ্জামান মহিদ বলেন, আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম দলীয় প্রতীক পরিবর্তনের আবেদন করতে। আমাদের বর্তমান প্রতীক ‘কেটলি’ পরিবর্তন করে ‘শাপলা’ বা ‘দোয়েল’ প্রতীক চেয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছি। নির্বাচন কমিশনের সচিব আমাদের জানিয়েছেন, যেহেতু ‘শাপলা’ ও ‘দোয়েল’ জাতীয় প্রতীক হিসেবে গণ্য হয়, তাই বর্তমানে এগুলো বরাদ্দ দেওয়া সম্ভব নয়। তবে ভবিষ্যতে যদি প্রতীক সংযোজনের সুযোগ আসে, তখন আমাদের প্রস্তাব বিবেচনায় নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
‘শাপলা’ প্রতীক চেয়ে প্রথমে আবেদন করে নাগরিক ঐক্য। এর পরও যদি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক পায়- এমন পরিস্থিতিতে নাগরিক ঐক্যের অবস্থান কী হবে? - জবাবে মহিদ বলেন, আমরা নির্বাচন কমিশনের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি আশা করি। যেহেতু আগে আমরা আবেদন করেছি, কমিশনের উচিত আমাদের প্রাধান্য দেওয়া।
Advertisement
এর আগে, গত ১৭ জুন নাগরিক ঐক্য তাদের প্রতীক ‘কেটলি’ পরিবর্তনের লক্ষ্যে ‘শাপলা’ বা ‘দোয়েল’ চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে।
এরপর নতুন দল নিবন্ধনের আবেদনের শেষ দিন ২২ জুন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় নিবন্ধনের সঙ্গে ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে। দলটির আহ্বায়ক আবেদন জমা দেওয়ার পর জানান, আমরা তিনটি প্রতীক চেয়েছি- শাপলা, কলম ও মোবাইল। তবে আমাদের প্রথম পছন্দ ‘শাপলা’। আমরা বিশ্বাস করি, এটি জনগণের প্রতীক, গণঅভ্যুত্থানের প্রতীক, গ্রামীণ জীবনের প্রতীক। এই শাপলা প্রতীক নিয়ে আমরা আগামী দিনে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাই।
শাপলা প্রতীক চাওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, আমরা নির্বাচন কমিশনের আইনি বিধান পর্যালোচনা করেছি। সেখানে এমন কোনো নিষেধাজ্ঞা পাইনি। জাতীয় ফল ‘কাঁঠাল’ একটি দলের প্রতীক হিসেবে বরাদ্দ রয়েছে। সেক্ষেত্রে শাপলা প্রতীক পাওয়ায় আইনগত কোনো বাধা দেখি না। তাছাড়া, জাতীয় প্রতীক কেবল শাপলা নয়- এর সঙ্গে ধানের শীষ, পাটপাতা ও তারকা যুক্ত আছে। অথচ ‘ধানের শীষ’ ও ‘তারা’ এরই মধ্যে রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই শাপলা প্রতীক ব্যবহারে বাধা থাকার কথা নয়।
এমওএস/কেএসআর/এএসএম
Advertisement