কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চক কৃষ্ণপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
Advertisement
শুক্রবার (১১ জুলাই) রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এক পক্ষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগ এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে একই এলাকার সানজিদ হোসেন (৪৫) ও আব্দুল জাব্বার (৪২) পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে সানজিদের সদ্য কেনা মাইক্রোবাসে আগুন দেওয়া দেওয়া হয়। ভাঙচুর করা হয় তার আরও তিনটি মোটরসাইকেল। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী সানজিদ হোসেন বলেন, ‘আব্দুল জাব্বার অনেকদিন ধরেই আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় শুক্রবার রাতে তার নেতৃত্বে একদল লোক আমার বাড়িতে হামলা চালায়। তারা লুটপাট চালিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে।’
Advertisement
তবে আব্দুল জাব্বার পাল্টা অভিযোগ করে বলেন, ‘চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে সানজিদ আমার পরিচিত কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিল। পরে কথা না রাখায় টাকা ফেরত চাইলে সে আমাকে মারধর করে। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজিত লোকজন তার বাড়িতে হামলা চালায়।’
স্থানীয়রা জানান, অভিযুক্ত আব্দুল জাব্বার বিএনপি কর্মী আকবর আলীর ছেলে এবং ভুক্তভোগী সানজিদ হোসেন আওয়ামী লীগ সমর্থক সাদমান হোসেনের ছেলে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আল-মামুন সাগর/এসআর/এমএস
Advertisement