ক্যাম্পাস

কোন দলের হাতে কতজন খুন দেখা যাবে টিএসসির স্কোরবোর্ডে

কোন দলের হাতে কতজন খুন দেখা যাবে টিএসসির স্কোরবোর্ডে

‘আজ থেকে টিএসসিতে একটা স্কোরবোর্ড করে দেওয়া হবে। ৫ আগস্ট পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দলের হাতে কতজন খুন হয়েছে, সেটা সেখানে দেখা যাবে। বাংলাদেশের মানুষ দেখবে দিনে দিনে কত ঋণ তাদের বাড়ছে।’

Advertisement

শনিবার (১২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এই ঘোষণা দেন।

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।

বিন ইয়ামিন মোল্লা প্রশাসনের উদ্দেশে বলেন, তাদের মাথা খারাপ হয়ে গেছে। তাদের ধর্ম হয়ে গেছে, যেদিকে ক্ষমতা, সেদিকে হাওয়া দেওয়া। এই অভ্যাস বাদ দিতে হবে। কোনো দল-মতের তোয়াক্কা না করে স্বাধীনভাবে কাজ করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

Advertisement

আরও পড়ুন

মিটফোর্ডের সামনে নৃশংস হত্যায় আরও একজন গ্রেফতার, মোট ৫ মিটফোর্ডে সোহাগ হত্যা/ চাঁদা না দিলেই দোকান বন্ধ, ব্যবসায়ীদের মারধর পুরান ঢাকায় হত্যার পর লাশ ঘিরে প্রকাশ্যে উল্লাস, সব আসামি শনাক্ত

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার (চরিত্র) হয়, তাহলে ক্ষমতায় এলে আপনারা কী করবেন?

এ সময় ঢাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হোসেন বলেন, জাহেলিয়াত কায়েম করে কোনো সরকার থাকতে পারেনি। ১৪০০ বছর আগে আমরা জাহেলিয়াত দেখেছি, তারা টিকতে পারেনি। আওয়ামী জাহেলিয়াত টিকতে পারেনি, এখন নব্য জাতীয়তাবাদী জাহেলিয়াতও টিকতে পারবে না।

ঢাবি শিক্ষার্থী মাহতাব হোসেন বলেন, জুলাই আবার ফিরে আসছে। জুলাই পরবর্তী যে চাঁদাবাজদের ভারতে ফিরিয়ে দিয়েছিলাম, তারা একটি দলের ওপর ভর করে ফের ফিরে আসছে। জেনে রাখুন- ধর্ষণ, চাঁদাবাজি করে বাংলাদেশের ম্যান্ডেট পাবেন না।

Advertisement

এফএআর/ইএ/জেআইএম