রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সংঘাত এবার কেড়ে নিল ইউক্রেনের তরুণ অভিনেতা ইউরি ফেলিপেনকোর প্রাণ। সাম্প্রতিক এক অভিযানে অংশ নিতে গিয়ে যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন তিনি। ইউক্রেনের স্থানীয় সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এই তথ্য জানিয়েছে।
Advertisement
গণমাধ্যমটিতে বলা হয়েছে, ১৫ জুন ফ্রন্ট লাইনে রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ে ইউরির মৃত্যু হয়। ৩২ বছর বয়সী এই অভিনেতা একসময় ইউক্রেনীয় বিনোদন জগতের উদীয়মান মুখ ছিলেন।
২০২৪ সালের এপ্রিল মাসে ইউরি দেশরক্ষার স্বার্থে অভিনয় ছেড়ে ইউক্রেনের ৯২তম অ্যাসল্ট ব্রিগেডের অন্তর্গত ‘অ্যাকিলিস স্ট্রাইক ড্রোন ব্যাটালিয়ন’-এ যোগ দেন। সেখানে তিনি ড্রোন ইউনিটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাত্র এক বছরের মধ্যেই প্রাণ হারালেন তিনি।
সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আগে ইউরি অভিনয় করতেন। তার সর্বশেষ কাজ ছিল ২০২৪ সালের টেলিভিশন সিরিজ ‘এ প্রমিজ টু গড’। সেখানে অনবদ্য অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা কুড়ান তিনি।
Advertisement
কিন্তু রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে তিনি পেশা পরিবর্তনের সিদ্ধান্ত নেন। যুদ্ধক্ষেত্রে দেশের জন্য অবদান রাখার লক্ষ্যেই তিনি সেনাবাহিনীতে যোগ দেন বলে জানিয়েছেন তার পরিবার।
নিহতের স্ত্রী ক্যাটেরিনা মোট্রিচ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘ইউরিকে হত্যা করা হয়েছে। সে শুধু আমার স্বামী ছিল না, ছিল আমার পৃথিবী, আমার আত্মা। এই শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত বহু সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, চিত্রপরিচালক এবং অভিনেতা নিহত হয়েছেন। কেউ সরাসরি যুদ্ধে অংশ নিয়ে, কেউবা বেসামরিক এলাকায় রুশ হামলায় প্রাণ হারিয়েছেন।
জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক আখ্যা দিয়েছে। যুদ্ধের কারণে শুধু সাধারণ মানুষ নয়, দেশটির সৃজনশীল ও সংস্কৃতিক শ্রেণিও ঝুঁকির মুখে রয়েছে।
Advertisement
এলআইএ/এএসএম